Tuesday , 7 January 2025
adda

চাঁদপুর সাহিত্য একাডেমি’র প্রাণবন্ত সাহিত্য আড্ডা ও আলোচনা

আষাঢ়ের বৃষ্টিস্নাত বিকেলে চাঁদপুর সাহিত্য একাডেমি’র আয়োজনে মাসিক সাহিত্য আড্ডা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৮ জুন বিকেল ৫টায় শহরের জোড়পুকুর পাড়স্থ সাহিত্য একাডেমি মিলনায়তনে জেলার নবীন প্রবীণ লেখকদের অংশগ্রহণে প্রাণবন্ত এ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।

আড্ডায় সভাপতিত্ব করেন সাহিত্য একাডেমি’র প্রতিষ্ঠাতা সদস্য আবদুল্লাহিল কাফী।

সাবেক এডহক কমিটির সদস্য কবি আশিক বিন রহিমের সঞ্চালনায় সাহিত্য পাঠ ও আলোচনা করেন অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য,কবি ও গল্পকার কাদের পলাশ, চাঁদপুর লেখক পরিষদের সভাপতি,লেখক ও প্রাবন্ধিক জাহাঙ্গীর হোসেন,কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিক,  কবি মুহাম্মদ ফরিদ হাসান, লেখক ও প্রাবন্ধিক আবদুল গণি, প্রাবন্ধিক ও লেখক মো.আশরাফুজ্জামান রাসেল, কবি স্বপন ভঞ্জ, তাফাজ্জল ইসলাম তাপু,আরিফুল ইসলাম শান্ত,পলাশ দে,সুমন কুমার দত্ত, জাহিদ নয়ন, ইয়াছিন দেওয়ান,সাদ আল-আমিন, তাশফীয়া কাফী, ইসমাইল হোসাইন, মুহাম্মদ হানিফ, মিজানুর রহমান স্বপন প্রমুখ।

উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সুলতানা আক্তার,কাশফীয়া কাফী, মাহির পাটওয়ারী, রেজাউল,আরিয়ান নিলয় প্রমুখ।

সাহিত্য আড্ডায় অংশ নেয়া লেখকরা তাদের স্বরচিত সাহিত্য পাঠ করেন। পরে তাদের পাঠ করা সাহিত্য নিয়ে অন্য লেখকরা মুক্ত আলোচনা করেন।

নিজস্ব প্রতিবেদক,
২৮ জুন ২০২৪

এছাড়াও দেখুন

army

চাঁদপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর তৎপরতা

চাঁদপুরে বিশৃঙ্খলা এড়াতে ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী তৎপরতা চালাচ্ছে দায়িত্বরত সেনাবাহিনী। বুধবার ২৭ নভেম্বর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *