Tuesday , 7 January 2025
net

চাঁদপুরে ৩৫ কোটি টাকার ১ কোটি মিটার কারেন্ট জাল জব্দ

মুন্সিগঞ্জ হতে আসা একটি স্টিল বডি বোট অভিযান চালিয়ে ১ কোটি মিটার নতুন কারেন্টজাল জব্দ করা হয়েছে। ৫ নভেম্বর মঙ্গলবার দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন ও চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ যৌথ অভিযান পরিচালনা করে এসব কারেন্টজাল জব্দ করে।

জানা যায়,চাঁদপুর হাইমচর উপজেলা চরভৈরবী সংলগ্ন এলাকায় মুন্সীগঞ্জ হতে চাঁদপুরগামী ১ টি স্টিল বডি বোট তল্লাশি করে আনুমানিক ১ কোটি মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩৫ কোটি টাকা ।

কারেন্ট জালের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বোটর মাঝি এর উপস্থিতিতে কারেন্ট জাল বোট থেকে নামানো হয় এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুর জেলার হাইমচর উপজেলা চরভৈরবী সংলগ্ন পরবর্তীতে ৫ টায় জব্দকৃত জাল। সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, চাঁদপুর সদর, চাঁদপুর এর উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

তিনি বলেন,মঙ্গলবার দুপুর ১টা হতে বেলা ৩ পর্যন্ত পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড এবং সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তার দপ্তর এর যৌথ উদ্যোগে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় হাইমচর উপজেলা চরভৈরবী সংলগ্ন এলাকায় মুন্সীগঞ্জ হতে চাঁদপুরগামী ১ টি স্টিল বডি বোট তল্লাশি করা হয়।

এ সময় আনুমানিক ১ কোটি মিটার নতুন কারেন্ট জাল পরিবহনরত অবস্থায় জব্দ করা হয়। তবে ট্রলারে কেউ কারেন্ট জালের মালিক দাবী না করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো.মিজানুর রহমান কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার সা.লে.মো.ফজলুল হক ,বিএন এবং কোস্ট গার্ডের টহল সদস্যরা।

পরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

model

সাপ্তাহিক হাজীগঞ্জ রিপোর্ট
৫ নভেম্বর ২০২৪
এজি

এছাড়াও দেখুন

army

চাঁদপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর তৎপরতা

চাঁদপুরে বিশৃঙ্খলা এড়াতে ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী তৎপরতা চালাচ্ছে দায়িত্বরত সেনাবাহিনী। বুধবার ২৭ নভেম্বর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *