দেশের বিরাজমান পরিস্থিতিতে বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর জেলার কার্যক্রম।
রোববার (১১ আগস্ট) বিকেলে পিবিআই জেলা কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পিবিআই চাঁদপুর জেলা কার্যালয়ের পুলিশ সুপার (এসপি) মো. মোস্তফা কামাল রাশেদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিরাজমান পরিস্থিতিতে পিবিআই চাঁদপুর জেলার সব পুলিশি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ছিল।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশ পুলিশের কিছু সদস্যরা পুলিশের ১১ দফা দাবি নামক কর্মবিরতি কর্মসূচি পালন করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আজকেও বলেছেন যে পুলিশের দাবিগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে। এরই মধ্যে বাংলাদেশের বেশ কিছু থানার কার্যক্রম সীমিত পরিসরে চালু হয়েছে।
তিনি বলেন, কিছু পুলিশ সদস্যদের দ্বারা পরিচালিত এই কর্মবিরতি পিবিআই চাঁদপুর জেলা সমর্থন করে না। সর্বসাধারণের আইনগত সেবা এবং সর্বপ্রকার পুলিশি সেবা প্রদানের নিশ্চয়তা স্বরূপ আমরা পিবিআই চাঁদপুর জেলা রোববার ( ১১ আগস্ট) থেকে আমাদের সব পুলিশি কার্যক্রম চালু করেছি।
এ সংক্রান্তে একটি সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়েছে। সব গণমাধ্যম এ বিষয়ে সংবাদ প্রচার ও প্রকাশ করে চাঁদপুর জেলার সর্বসাধারণকে পিবিআই চাঁদপুর এর সব পুলিশি সেবা গ্রহণ করার বিষয়ে অবগত করার জন্য বিনীতভাবে অনুরোধ করেন এসপি।
১২ আগস্ট ২০২৪
এজি