Friday , 3 January 2025
দুর্নীতি- ডিসি স্যার (1)

চাঁদপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতার ক্রেস্ট ও সনদ বিতরণ

দুর্নীতি দমন কমিশন এর সহায়তায় ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ২৮ অক্টোবর ২০২৪ সকাল ১০টা থেকে স্হানীয় মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলণায়তনে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা-২০২৪ এর আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে মো. সাইফুল ইসলাম, উপ-পরিচালক, দু্র্নীতি দমন কমিশন, চাঁদপুর-লক্ষীপুর সমন্বিত জেলা কার্যালয়, চাঁদপুর, জনাব প্রাণকৃষ্ন দেবনাথ, জেলা শিক্ষা অফিসার ও জনাব আব্দুস সামাদ, প্রধান শিক্ষক, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ড.কাজী হাসেম, সভাপতি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও বিতর্ক অনুষ্ঠানের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন মো.আজগর হোসেন, সহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, চাঁদপুর।

এছাড়া বিচারকের দায়িত্বে ছিলেন মো.খোরশেদ আলম চৌধুরী, সেক্রেটারী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, মোঃ খায়রুল আহ্ছান সুফিয়ান, সম্মানীত সদস্য, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও মো. বিল্লাল হোসেন, সহকারী প্রধান শিক্ষক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমান, সহ-সভাপতি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, বীর মুক্তিযোদ্ধা মোঃ সানাউল্যা খান, সম্মানিত সদস্য, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, অভিজিৎ দে, উপ-সহকারি পরিচালক, দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, চাঁদপুর এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরিশেষে উক্ত অনুষ্ঠান প্রাণবন্ত আলোচনা ও বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করে সমাপ্তি ঘোষণা করা হয়।

২৮ অক্টোবর ২০২৪
এজি

এছাড়াও দেখুন

army

চাঁদপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর তৎপরতা

চাঁদপুরে বিশৃঙ্খলা এড়াতে ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী তৎপরতা চালাচ্ছে দায়িত্বরত সেনাবাহিনী। বুধবার ২৭ নভেম্বর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *