Sunday , 5 January 2025
jamat ===

দুর্নীতিমুক্ত দেশ গঠনে জামায়াতে ইসলামীর বিকল্প নেই’: জেলা সেক্রেটারী

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার সেক্রেটারী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া বলেছেন, জুলুম, নিডর্যাতন, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে জামায়াতে ইসলামীর বিকল্প কোন কিছু নেই। জামায়াতে ইসলামী একটি পরীক্ষিত দল। যে দলের শাসন ব্যবস্থা আমরা দেখি নাই। অনেক দলের দুঃশাসন দেখেছি। বিশেষ করে বিগত ১৭ বছর আওয়ামী দু:শাসন ও স্বৈরতন্ত্র দেখেছি। তারা এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে।

শুক্রবার (১৩ডিসেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে বহরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী বাংলাদেশ হবে ইসলামী, কুরআন ও দেশপ্রেমিকের বাংলাদেশ। যে বাংলাদেশে কোন ক্ষুধা, দারিদ্র, দুর্নীতি, দু:শাসন, মামলা-হামলা, রিমান্ড, আয়নাঘর ও ক্রসফায়ার থাকবে না। থাকবে মানুষের ভোটের অধিকার। এরকম একটি বাংলাদেশ আমরা সবাই চাই। তাই আসুন আমরা সকলে জামায়াতে ইসলামীর হাতকে শক্তিশালী করতে একই পাতাকা তলে ঐক্যবদ্ধ হই।

শাহজাহান মিয়া বলেন, যদি সত্যিাকারার্থে একটি কল্যাণ ও বৈষম্যহীন রাষ্ট্র এবং একটি ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ চাই তাহলে আমাদের কুরআনের পাতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলেই জাতি তার সকল অধিকার ফিরে পাবে। আওয়ামী দু:শাসনের কারণে আমরা ঠিকমত দায়িত্ব পালন করতে পারিনি। সভা-সমাবেশও করতে দেয়া হয়নি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওপর কিভাবে নির্যাতন করা হয়েছে তা এদেশের মানুষ দেখেছে।

ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি হাফেজ বেলাল হোসাইনের সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের রোকন (সদস্য) নেয়ামত উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, সেক্রেটারী মুহাম্মদ জুবাইর হোসাইন খান, সহকারী সেক্রেটারী সুলতান মাহমুদ, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী এনামুল কবির, সাবেক আমির হাফেজ আবুল কালাম আজাদ।

এছাড়াও বক্তব্য দেন ওয়ার্ড জামায়াত নেতা এমরান পাটোয়ারী, মনির হোসেন ও কবির খান প্রমুখ।

model=====

১৩ ডিসেম্বর ২০২৪

এজি

এছাড়াও দেখুন

mh

সাংবাদিক অধ্যাপক মোহাম্মদ হোসেন খানের ইন্তেকাল

চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও চাঁদপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *