Sunday , 5 January 2025
army

চাঁদপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর তৎপরতা

চাঁদপুরে বিশৃঙ্খলা এড়াতে ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী তৎপরতা চালাচ্ছে দায়িত্বরত সেনাবাহিনী। বুধবার ২৭ নভেম্বর সকাল থেকে রাত পর্যন্ত এ তৎপরতা চালাতে দেখা গেছে। সেনাবাহিনীর সাথে চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়ার নেতৃত্বে পুলিশও ছিলো তৎপর । বিপুল সংখ্যক পুলিশ কালী এলাকায়সহ শহরের বিভিন্ন স্থানে অবস্থান ।

শহরের কালিবাড়ি,ছায়াবানী মোড়,চিত্রলেখার মোড়,বাস্টস্ট্যান্ডসহ শহরের বিভিন্ন মোড় ও রাস্তায় সেনা গাড়িবহর নিয়ে এ তৎপরতা চালাতে দেখা যায়। এ সময় চাঁদপুর শান্তি-শৃঙ্খলা থাকবে এমন আশ্বাস দেন দায়িত্বরত কর্মকর্তাগণ।

সেনাবাহিনীর এমন তৎপরতায় চাঁদপুরের জনসাধারণের মাঝে শান্তির আশ্বাস মিলেছে।

জনসাধারণের সাথে আলাপকালে তারা জানায়,সহিংসতার পর দেশে সেনাবাহিনী নামায় চাঁদপুরে পেশাজীবী ও কর্মজীবী মানুষের চলাফেরায় গতি বেড়েছে ।

সেনাবাহিনীর তৎপরতায় রিকশা,অটোরিকশা ও দোকানপাটে স্বস্তি ফিরে এসেছে বলে এমনটা জানিয়েছে এ প্রতিবেদককে। এদিকে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিফকে হত্যার ঘটনায় বুধবার দুপুর ২টায় সারাদেশের ন্যায় চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শোক ও সম্প্রীতি সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সাপ্তাহিক হাজীগঞ্জ রিপোর্ট
২৮ নভেম্বর ২০২৪
এজি

model (1)

এছাড়াও দেখুন

potato-1

চাঁদপুরে সাড়ে ৭ হাজার হেক্টরে আলু উৎপাদন লক্ষ্যমাত্রা ২ লাখ মে.টন

চাঁদপুরে চলতি রবি মৌসুমে সাড়ে ৭ হাজার হেক্টরে আলু উৎপাদন লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ১ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *