Sunday , 5 January 2025
মসজিদ ---- উদ্বোধন

হাজীগঞ্জে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

হাজীগঞ্জে দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বুধবার ২৭ নভেম্বর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুর রউফের ইমামতিতে জোহরের নামাজ আদায় ও দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলের প্রতিনিধি হিসেবে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.আবু সাঈদ চৌধুরীর সভাপতিত্বে ও মডেল মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমানের সঞ্চলনায় উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, ইসলামিক ফাইন্ডেশনের উপজেলা সুপারভাইজার মো.হাসান মজুমদার, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. ইমাম হোসেন, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর বিএম কলিমুল্যাহ্ ভুঁইয়া, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি প্রিন্সিপাল মাও. এমএ মতিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাও.মোজাম্মেল হক মজুমদার পরান, সাবেক ইউপি চেয়ারম্যান মাও. আবু জাফর সিদ্দকী, ইউপি চেয়ারম্যানদের পক্ষে ইউসুফ প্রধানীয়া সুমন,হেফাজতে ইসলামীর উপজেলা প্রতিনিধি মাও. জোবায়ের আহমেদ,ভূমিদাতা আলহাজ্ব মো. রফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.শাহজালাল, সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফেরদৌস আহম্মদ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, মডেল মসজিদের মুয়াজ্জিন মো. মহিউদ্দিন, ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, মিজানুর রহমান মিলন,মানিক হোসেন প্রধানীয়া, গোলাম মোস্তফা স্বপন, মজিবুর রহমান মজিব, নুরুল আমিন হেলাল, মোস্তফা কামাল মজুমদার, কাজী নুরুর রহমান বেলাল, গিয়াস উদ্দিন বাচ্চু,একেএম মজিবুর রহমান, আবু তাহের প্রধানীয়া,মসজিদ নির্মাণকারী ঠিকাদারী প্রতিষ্ঠান আজিজ বাদ্রার্সের প্রতিনিধি মুরাদ হোসেন স্বপনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যবৃন্দ, সুধীজন, স্থানীয় ও এলাকাবাসীসহ ধর্মপ্রাণ মুসুল্লীরা উপস্থিত ছিলেন।

হাজীগঞ্জে দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয় জোহরের নামাজ আদায়ের মাধ্যমে। এতে ইমামতি করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুর রউফ।
উল্লেখ্য এই মডেল মসজিদে প্রতি ওয়াক্তে ১২০০ পুরুষ ও ৫০০ নারী নামাজ আদায় করতে পারবেন।

মডেল মসজিদে আছে নারী-পুরুষের জন্য পৃথক অজু ও নামাজের ব্যবস্থা, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণের, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, মৃতদেহ গোসল ও জানাজার ব্যবস্থা, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, হিজফখানার ব্যবস্থা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কোরআন শিক্ষার ব্যবস্থা, দ্বীনি দাওয়াত ও ইসলামিক সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার জন্য সভাকক্ষ, ইসলামি বই বিক্রয় কেন্দ্র,দেশি-বিদেশি মেহমানদের আবাসনের ব্যবস্থাসহ সময়ের চাহিদা মোতাবেক জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের সুযোগ।

দৃষ্টিনন্দন মসজিদটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১৫ কোটি টাকা এবং সময় লেগেছে চার বছর ছয় মাস।

শাখাওয়াত হোসেন শামীম
২৮ নভেম্বর ২০২৪
এজি

model=====

এছাড়াও দেখুন

মামাল (1)

হাজীগঞ্জ পুলিশের অভিযানে চোরাই মালামাল উদ্ধার

রোববার ২৯ ডিসেম্বর হাজীগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে তদন্তে প্রাপ্ত ঘটনার সহিত জড়িত ১ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *