Sunday , 5 January 2025
logo-

চাঁদপুরে ৮৮ইউপি চেয়ারম্যানের মধ্যে ২৩ জন অনুপস্থিত!

চাঁদপুর জেলায় ৮৮টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মধ্যে ২৩ইউপি চেয়ারম্যান অনুপস্থিত থাকায়,প্রান্তিক জনগোষ্ঠীর সরকারী সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বর্তমানে ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স, চারিত্রিক সনদপত্র, ভূমিহীন সনদপত্র, ওয়ারিশান সনদপত্র, অবিবাহিত সনদপত্র, প্রত্যয়নপত্র, অস্বচ্ছল প্রত্যয়নপত্র, নাগরিক সনদপত্র, উত্তরাধিকার সনদপত্র ইত্যাদি সেবা প্রদান করা হয়। বহুল প্রচলিত এই সকল সেবাকে জনবান্ধব করার জন্য একটি ডিজিটাল প্লাটফর্ম অত্যাবশ্যকীয় কাজ করে যাচ্ছে। এই সকল গুরুত্বপূর্ণ কাজগুলো ইউনিয়ন পরিষদ থেকেই দেয়া হয়।

কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ না থাকায় বেশ ভোগান্তি সহ জটিলতা তৈরি হচ্ছে গ্রাহক সেবায়। সেবার মান নিশ্চিত করতে অতিদ্রুত প্রশাসক নিয়োগ দেওয়ার বিষয়ে তোড়জোড় ভাবে আহ্বান জানান সাধারণ মানুষ। গত ৫আগস্টের পর থেকে বিগত আওয়ামী সরকার পতনের পর পর সারাদেশের ন্যায় চাঁদপুরেও ইউপি: চেয়ারম্যানদের’কে তাদের স্ব-স্ব ইউনিয়ন কার্যালয়ে অফিস করতে দেখা যায় নি। এর‌ইমধ্যে ইউপি: চেয়ারম্যানগণনের অনুপস্থিতির কারণে

সাধারণ প্রান্তিক জনগোষ্ঠীর সরকারী সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সরেজমিনে কয়েকটি ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায় যে, সাধারণ মানুষের দূর্ভোগের শেষ কোথায়।

২৮অক্টোবর(সোমবার)চাঁদপুর জেলা(ডিডিএলজি)স্থানীয় সরকার উপ-পরিচালক-মোঃ গোলাম জাকারিয়া জানান- জেলায় সর্বমোট ইউপি: চেয়ারম্যান পদ রয়েছে ৮৮টি। তারমধ্যে উপজেলা ভিত্তিক ইউপি:চেয়ারম্যান অনুপস্থিত রয়েছেন- চাঁদপুর সদরে ১৩জন, ফরিদগঞ্জ ১জন (রুপসা দক্ষিন ইউপি:)। কচুয়া উপজেলা ৭জন, মতলব উত্তরে ১জন এবং হাইমচর উপজেলায় ১ জনসহ জেলায় মোট ২৩জন চেয়ারম্যান অনুপস্থিত রয়েছেন।

তবে এরমধ্যে ১৯জন পুরোপুরি অনুপস্থিত এবং বাকি চারজন ছুটিতে রয়েছেন বলে জানিয়েছেন চাঁদপুর জেলা স্থানীয় সরকার বিভাগ কর্তৃপক্ষ।

model

এদিকে সদর উপজেলাধীন ৮নং বাগাদী ইউপি: চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ও ১২নং চান্দ্রা ইউপি: চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটোয়ারী দীর্ঘ ১মাসের‌ও বেশী লম্বা ছুটিতে থাকায় সরকারি সেবা থেকে জনসাধারণের ভোগান্তি পোহাতে হচ্ছে।

দীর্ঘ ছুটির বিষয়ে দুই চেয়ারম্যানের কাছে ফোন করলে কোনো সাড়া পাওয়া যায় নি।

পরে চাঁদপুর জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক- মো. গোলাম জাকারিয়া বলেন, অনুপস্থিত ইউপি: চেয়ারম্যানের পরিবর্তে প্যানেল চেয়ারম্যানগণ কাজ করছেন। তবে খুব শীঘ্রই জনসাধারণের ভোগান্তি পোহাতে কাজ করে যাচ্ছেন স্থানীয় সরকার বিভাগ।

প্রান্তিক জনগোষ্ঠীর ইউনিয়ন পর্যায়ের সরকারী সেবা পূণরায় চালু করতে ও জনসাধারণের ভোগান্তি লাঘব করতে স্থানীয় সরকার বিভাগের সহযোগিতা কামনা করেছেন সাধারণ সেবাগ্রহিতারা।

 

২৯ অক্টোবর ২০২৪

এজি

এছাড়াও দেখুন

army

চাঁদপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর তৎপরতা

চাঁদপুরে বিশৃঙ্খলা এড়াতে ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী তৎপরতা চালাচ্ছে দায়িত্বরত সেনাবাহিনী। বুধবার ২৭ নভেম্বর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *