Sunday , 5 January 2025
dc

আমি স্থিতিশীল ও শান্তিপূর্ণ চাঁদপুর চাই

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, আমি স্থিতিশীল ও শান্তিপূর্ণ চাঁদপুর করতে চাই। সবার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। যে যার সংস্কৃতি পালন করতে কোন বাধা বিঘ্ন দেয়া যাবে না। প্রত্যেকেই নিরাপদভাবে নিজের সংস্কৃতি পালন করতে পারলেই চাঁদপুর স্থিতিশীল হবে।

সোমবার ১৬ সেপ্টেম্বর দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, এ সভায় গুরুত্বপূর্ণ যেসব আলোচনা হয়েছে সেসব বিষয় নিয়ে আমি কাজ করবো। এজন্যে আমাদের পরিকল্পনা করে এগিযে যেতে হবে। আমাদের লক্ষ্য চাঁদপুরবাসীর সকলকে সেবা দেয়্।

জেলা প্রশাসক দূর্নীতি ও অনিয়ম প্রসঙ্গে বলেন, আমাদের কোন দপ্তর দুর্নীতি করতে পারবে না। যেকোন অনিয়ম, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নীতি অবলম্বন করবো। সবাইকে নিয়ে সমাজের অনিয়মগুলো দূর করবো। প্রতিটা পরিস্থিতিতে আমাদের ধৈর্যের সাথে মোকাবিলা করতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, সহ-সভাপতি সফিক দেওয়ান, জামায়াত ইমলামের আমির মাওলানা আব্দুর রহিম পাটওয়ারী, বীর মুক্তিযোদ্ধা কাদের মাষ্টার,হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান, ইসলামী আন্দোলন সিনিয়র সহসভাপতি মাকসুদুর রহমান, গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর, খেলাফত মজলিসের সভাপতি তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাড. বিনয় ভূষন মজুমদার, বাস্কেটবল একাডেমির উপকমিটির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

১৭ সেপ্টেম্বর ২০২৪
এজি

এছাড়াও দেখুন

army

চাঁদপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর তৎপরতা

চাঁদপুরে বিশৃঙ্খলা এড়াতে ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী তৎপরতা চালাচ্ছে দায়িত্বরত সেনাবাহিনী। বুধবার ২৭ নভেম্বর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *