Sunday , 5 January 2025
qouta

চাঁদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি অনুযায়ী চাঁদপুরে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। বেলা ১১ টা থেকে চাঁদপুর সরকারি কলেজের সামনে অবস্থান নিয়ে তারা ৯ দফা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

এ সময়ে শহরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ বাহিনীর সদস্যরা ছাত্রীদের ঘিরে রাখার চেষ্টা করে।

মুষলধারায় বৃষ্টিপাত উপেক্ষা করে মুহূর্তেই শিক্ষার্থীরা ছুটে আসেন বিক্ষোভে অংশ নেয়ার জন্য। বিক্ষোভে হাজার হাজার শিক্ষার্থী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

স্লোগানের স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে জনপদ।

একইভাবে জেলার গুরুত্বপূর্ণ উপজেলা হাজীগঞ্জেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করে ।

শুক্রবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঁদপুর সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের জানান,আমাদের ভাইদের উপর হামলা এবং শুক্রবার ঢাকা,রংপুর,বরিশাল,সিলেট ও খুলনায় নৃশংস এবং নির্বিচারে পুলিশের গুলির প্রতিবাদে শনিবার বিক্ষোভে সর্বস্তরের শিক্ষক শিক্ষার্থী ও সাধারণ জনতাকে অংশগ্রহণের আহ্বান জানান।

৩ আগস্ট ২০২৪
এজি

এছাড়াও দেখুন

army

চাঁদপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর তৎপরতা

চাঁদপুরে বিশৃঙ্খলা এড়াতে ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী তৎপরতা চালাচ্ছে দায়িত্বরত সেনাবাহিনী। বুধবার ২৭ নভেম্বর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *