Wednesday , 22 January 2025
ব্রেকিং নিউজ
hajigonj

নতুন কর আরোপ ছাড়াই হাজীগঞ্জ পৌরসভার ১১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরে সম্পূর্ণ কর আরোপ ছাড়াই বাজেট ঘোষণা করা হয়। সোমবার ৮ জুলাই বিকেলে সাংবাদিক ও সুধি সমাবেশের মধ্যে আয়োজিত অনুষ্ঠানে ১১৭ কোটি ৩৮ লাখ ৬০ হাজার ২ শ ৫০ টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আ.স.ম.মাহবুব-উল আলম লিপন।

এবারের বাজেটে মোট আয় ধরা হয়েছে ১১৭ কোটি ৩৮ হাজার ২শ’৫০ টাকা। মোট ব্যয় ১১২ কোটি ৭০ লাখ ১৫ হাজার টাকা। মোট উদ্বৃত্ত থাকবে ৪ কোটি ৬৮ লাখ ৪৫ হাজার ২শ’ ৫০ টাকা।

২০২৪-২০২৫ অর্থ বছরের হাজীগঞ্জ পৌরসভার রাজস্ব বাজেটের পরিমাণ ৩০ কোটি ০৩ লাখ ৪৬ হাজার ২৫০ টাকা। তন্মধ্যে নিজস্ব রাজস্ব আয়ের পরিমাণ ২৪ কোটি লাখ ১ হাজার ২শ ৫০টাকা।

পানির রাজস্ব আয়ের পরিমাণ ৫ কোটি ৪১ লাখ ৪৫ হাজার টাকা। সর্বমোট রাজস্ব আয়ের পরিমাণ ৩০ কোটি ৩ লাখ ৪৬ হাজার ২শ ৫০ টাকা। নিজস্ব রাজস্ব ব্যয়ের পরিমাণ ২৩ কোটি ৭৭ লাখ ৪৫ হাজার টাকা এবং পানি রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৮৪ লাখ ৩০ হাজার টাকা।

সর্বমোট রাজস্ব ব্যয়ের পরিমাণ ২৮ কোটি ৬১ লাখ ৭৫ হাজার টাকা এবং রাজস্ব উদ্বৃত্ত থাকবে ১ কোটি ৪১ লাখ ৭১ হাজার ২ শ ৫০ টাকা। উন্নয়ন বাজেটের পরিমাণ ৮৭ কোটি ৩৫ লাখ ১৪ হাজার টাকা। তন্মধ্যে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৮৪ কোটি ৮ লাখ ৪০ হাজার টাকা এবং উন্নয়ন উদ্বৃত্ত থাকবে ৩ কোটি ২৬ লাখ ৭৪ হাজার টাকা।

রাজস্ব আয়ের ও ব্যয়ের প্রধান খাত গুলো হচ্ছে : পৌর কর, ব্যবসা লাইসেন্স ফি, সম্পত্তি হস্তান্তর কর, পৌর হাট-বাজার ইজারা, বাস, সিএন্ডজি ও ট্রাক ষ্ট্যান্ড ইজারা, বালু ঘাট ইজারা, রোলার ভাড়া, দোকান বরাদ্ধের সেলামী ও ঘরভাড়া ইত্যাদি। অপরদিকে রাজস্ব ব্যয়ের প্রধান খাত গুলো হচ্ছে- সম্মানী ভাতা ও বেতনভাতা, রাজস্ব উন্নয়ন প্রকল্প কাজ, বিদ্যুৎ মালামাল ক্রয়, লাইন সম্প্রসারন ও পানির ফোয়ারা নির্মান ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য।

<strong উন্নয়ন আয়ের প্রধান প্রধান খাতগুলো হচ্ছে: সরকার কর্তৃক উন্নয়ন সহায়তা মঞ্জুরী । অতিরিক্ত বরাদ্দ বা থোকবরাদ্দ বা বিশেষ বরাদ্ধ; আই, ইউ, জি, আই, পি; জলবায়ু পরিবর্তন উন্নয়ন প্রকল্প ও লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স এ্যান্ড রিকভারি প্রজেক্ট উন্নয়ন প্রকল্প খাত বিশেষভাবে উল্লেখযোগ্য।

উন্নয়ন ব্যয়ের প্রধান প্রধান খাতগুলো হচ্ছে : রাস্তা-ঘাট নির্মাণ, মেরামত, উন্নয়ন, ব্রীজ-কালভার্ট-ড্রেননির্মাণ বা মেরামত,গণ-সৌচাগার নির্মাণ বা মেরামত, হাট-বাজার উন্নয়ন, সুপার মার্কেট ও হকার্স মার্কেট নির্মাণ ও মেরামত,গোরস্থান ও কসাই খানা নির্মাণ ও উন্নয়ন ইত্যাদি।

পৌর বাজার পরির্দশক খাজা সাফিউল বাসার রুজমনের উপস্থাপনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যানেল মেয়র-১ জাহিদুর আজহার আলম বেপারি, হিসাব রক্ষণ ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা মো.সফিকুর রহমান, টি এল সি সি সদস্য মো.হারুন আর রশিদ প্রমূখ।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে কোরআন তেলওয়াত করেন মাও.মাহবুবুর রহমান। অনুষ্ঠানে পৌরসভার সকল কাউন্সিলর, সংবাদকর্মী ও সুধীজনসহ পৌরবাসী উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক
৯ জুলাই ২০২৪
এজি

এছাড়াও দেখুন

haji

হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত

‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ এ প্রতিপাদ্যে হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *