Tuesday , 7 January 2025
MICRO

চাঁদপুরে সমাজ সেবার ক্ষুদ্রঋণ কার্যক্রম শীর্ষক প্রশিক্ষণ

“বঙ্গবন্ধুর ক্ষুদ্রঋণ, ঘোচায় দারিদ্র আনে সুদিন”এ শ্লোগানে চাঁদপুরে সদর উপজেলা সমাজ সেবা অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জামাল হোসেনের সভাপতিত্বে সমাজ সেবা অফিসের ফিল্ড সুপার ভাইজার রবিউল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত,

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, জেলা সমাজ সেবার সহকারী পরিচালক মিয়া ফিরোজ আহমেদ খান, সদর উপজেলা সহকারী সমাজ সেবা অফিসার মোঃ শফিকুর রহমানের প্রমুখ। দিনব্যাপী এ প্রশিক্ষণে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন গ্রাম সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকগন অংশগ্রহণ করেন। এ সময় সদর উপজেলা সমাজ সেবা সকল কর্মচারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা সমাজ সেবা থেকে ক্ষদ্রঋন নিয়ে স্ববলম্বী হওয়ার জন্য দিক নির্দেশনা প্রদান করেন। সঠিক সময়ে ঋনের টাকা পরিশোধ করার পরামর্শ দেন।

৩ জুলাই ২০২৪
এজি

এছাড়াও দেখুন

army

চাঁদপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর তৎপরতা

চাঁদপুরে বিশৃঙ্খলা এড়াতে ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী তৎপরতা চালাচ্ছে দায়িত্বরত সেনাবাহিনী। বুধবার ২৭ নভেম্বর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *