Sunday , 5 January 2025
May day

শ্রমিক-মালিক গড়বো দেশ,স্মার্ট হবে বাংলাদেশ

চাঁদপুর জেলায় মহান মে দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১ মে ২০২৪ মহান মে দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। অত:পর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।

চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ এঁর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো.ইয়াসির আরাফাত, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল,ক্যাবের প্রতিনিধিবৃন্দ, শ্রম অধিদপ্তর সম্পর্কিত সংশ্লিষ্ট অংশীজনসহ শ্রমিক ফেডারেশনের সদস্যবৃন্দ।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন,‘ মে দিবসের পথ ধরেই শ্রমিকদের নানা অধিকার অর্জিত হয়েছে। মে দিবসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো শ্রমিকদের শ্রমের মর্যাদা নিশ্চিত করা। সমাজের অন্যান্য পেশার মানুষের মতো শ্রমিকদেরও একটি মর্যাদাসম্পন্ন শ্রেণি হিসাবে দেখা উচিত আমাদের। মহান মে দিবসে দেশের সব শ্রমজীবী মানুষের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।’

২ মে ২০২৪
এজি

এছাড়াও দেখুন

army

চাঁদপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর তৎপরতা

চাঁদপুরে বিশৃঙ্খলা এড়াতে ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী তৎপরতা চালাচ্ছে দায়িত্বরত সেনাবাহিনী। বুধবার ২৭ নভেম্বর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *