চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে চাঁদপুরে ক্যাডেট এসআই (নিরস্ত্র) ও ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৩ মার্চ ক্যাডেট সাব ইন্সপেক্টর (নিরস্ত্র) ও ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেডে চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামদ বিপিএম,পিপিএম (বার) এর পক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়।
এ সময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মোঃ খায়রুল কবীর, চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল)মোঃ রিজওয়ান সাঈদ জিকু সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাগণ উপস্থিত ছিলেন।
৪ মার্চ ২০২৪
এজি