সকল উতকণ্ঠা আর কৌতূহল শেষে অবশেষে আজ সারা দেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বিনপিসহ সমমনা দলগুলো নির্বাচনে না আসলেও ভোটগ্রহণ অবাদ সুষ্ঠ ও নিরপেক্ষ করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে সরকার তথা প্রশাসন। এ উপলক্ষে সারা দেশের ন্যায় চাঁদপুরেও স্থানীয় প্রশাসন ব্যপক প্রস্তুতি গ্রহণ করেছে।
ভোটের একদিন আগে শনিবার দুপুরে সরেজমিনর ভোট কেন্দ্র পরিদর্শন করেন চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি চাঁদপুর সরকারি কলেজের ভোট কেন্দ্র পরিদর্শন ও প্রিজাইডিং অফিসারদের সাথে সাক্ষাৎ করেন।
এসময় পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, ভোট হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ। বিভিন্ন রাজনৈতিক সংগঠন নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছে। সেই বিষয়টি মাথায় রেখেই নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছি। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চাঁদপুর জেলায় ২ হাজার পুলিশ সদস্যসহ দশ হাজার আইন-শৃঙ্খলা বাহিনী সদস্য বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রয়েছে বলে জানান তিনি।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, রাশেদুল হক চৌধুরীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
৬ জানুয়ারি ২০২৪
এজি