Sunday , 5 January 2025
mh

সাংবাদিক অধ্যাপক মোহাম্মদ হোসেন খানের ইন্তেকাল

চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও চাঁদপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্ম হোসেন খান (৮২) আর বেঁচে নেই।

মঙ্গলবার ২৬ নভেম্বর দিনগত রাত সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি———- রাজিউন)।

মোহাম্মদ হোসেন খান জেলার ফদিরগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সেকদি গ্রামের খান বাড়ীর ইউসুফ খানের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দু ছেলে রেখে যান।

বুধবার ২৭ নভেম্বর সকালে তার মৃত্যুর বিষয়ে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত।

বাদ জোহর চাঁদপুর সরকারি কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পৌর কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজায় ইমামিত করেন শহরের নিউ ট্রাক রোড দারুসসালাম জামে মসজিদের খতিব মাও. সোহাইল আহম্মেদ চিশতী।

তিনি দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ও প্রখ্যাত চিত্র শিল্পী হাসেম খানের ছোট ভাই। কর্মজীবনে তিনি চাঁদপুর শহরের ব্যাংক কলোনীতে নিজ বাড়িতে থাকতেন। দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসারত ছিলেন। বাংলাদেশ সংবাদ সংস্থা এর চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘ বছর দায়িত্ব পালন করেন তিনি।

মোহাম্মদ হোসেন খানের প্রতিবেশী রাসেল মজুমদার জানান, তিনি শহরে থাকলেও গ্রামের অসহায় মানুষের খোঁজ খবর নিতেন। গ্রামের শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা, চিকিৎসা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণে সব সময় সহযোগিতা করেছেন।

এদিকে অধ্যাপক মোহাম্মদ হোসেন খান এর মৃত্যুতে শোক প্রকাশ ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন চাঁদপুর প্রেসক্লাব,চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ, কলেজ শিক্ষক পরিষদ, চাঁদপুর জেলা আইনজীবী সমিতি, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট চাঁদপুর জেলাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২৪
এজি

এছাড়াও দেখুন

army

চাঁদপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর তৎপরতা

চাঁদপুরে বিশৃঙ্খলা এড়াতে ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী তৎপরতা চালাচ্ছে দায়িত্বরত সেনাবাহিনী। বুধবার ২৭ নভেম্বর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *