চলমান পেক্ষাপট নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরতে চাঁদপুর সদর উপজেলা ইউএনও’র সাখাওয়াত জামিল সৈকত এর সাথে মতবিনিময় করেছে বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
১৯ আগস্ট সোমবার বিকেল ৩ টায় চাঁদপুর সদর উপজেলার ডিজিটাল কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এই মুহূর্ত থেকে চাঁদপুরের মানুষের সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সবার। আমরা সকল সম্প্রদায়ের মানুষজনের জানমাল রক্ষার্থে সর্বদা প্রস্তুত আছি। যেখানেই এ ধরনের সংবাদ পাবো সেখানেই আমাদের টিমের সদস্যদের পাঠিয়ে দিয়ে সার্বিক সহযোগিতা করবো।
শিক্ষার্থীরা বলেন, আমরা যানজট নিরসন, চাঁদাবাজী, বাজার মনিটরিংসহ অন্যান্য যে কোন অনিয়ম প্রতিরোধে (যোক্তিকভাবে) প্রশাসনের সহযোগীতা কামনা করছি। পাশাপাশি আমাদের সাধারণ শিক্ষার্থীদের অনেকে হুমকি-ধমকির শিকার হচ্ছে।
উক্ত মতবিনিময়কালে ছাত্রবৃন্দ ‘সুশাসন ও উন্নয়নে ভবিষ্যতে কেমন চাঁদপুর সদর দেখতে চায়’ এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার উন্মুক্ত আলোচনার আহ্বান করেন। উপস্থিত ছাত্র নেতৃবৃন্দ চাঁদপুর পৌর এলাকা এবং চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম, চলমান উন্নয়ন কর্মকাণ্ডের বিভিন্ন বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করেন। এসময় শিক্ষার্থীরা মোট ২৮টি বিষয়ে আলোকপাত করেন।
চাঁদপুর সদর উপজেলার ইউএনও সাখাওয়াত জামিল সৈকত বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে পরিকল্পনা করে এ উপজেলার সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা দেওয়া হবে। নদী ভাঙ্গন রোধে জেলা প্রশাসক মহোদয়কে অবগত করা হয়েছে। চিকিৎসা সেবা, যাত্রী সেবাসহ সমাজের অসঙ্গতিগুলো ছাত্রদের সাথে নিয়েই করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, সভায় বৈশম্যবিরোধী ছাত্র আন্দলনে অংশ নেয়া সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, নাদিম পাটওয়ারী, আব্দুল্লাহ আল কাফী, ঐশর্য, সিয়াম পাটওয়ারী, আনাস ইবনে আলমগীর, মো. যোবায়ের ইসলাম আসিফ, মো. মানজুরুল এহসান পারভেজ, ফয়সাল খান, সাগর হোসেন, ইফরান কাদের রুহিন, মেজবাহ উদ্দিন, সৈয়দ সাকিবুল ইসলাম, মো.হাবিবুর রহমান, জাহিদ হাসান, ইসরাত জাহান, ফারিয়া নিশাত, সামিয়া আফরোজ, সামিয়া সানজু। এরা চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর পুরাণ বাজার ডিগ্রি কলেজসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কাওমী মাদ্রাসার শিক্ষার্থী।
মতবিনিময় সভা শেষে বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভাবমূর্তি বিনষ্টকারীদের আইনের আওতায় আনার বিষয়ে চাঁদপুর সদর উপজেলা ইউএনও সাখাওয়াত জামিল সৈকত বরাবর একটি লিখিত অভিযোগ জমা দেন সাধারণ শিক্ষার্থীরা। সভায় বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সাপ্তাহিক হাজীগঞ্জ রিপোর্ট
১৯ আগস্ট ২০২৪
এজি