চাঁদপুর জেলা বাকশিসের জরুরী সভা অদ্য ৮ আগষ্ট বৃহস্পতিবার বিকেল ৬ ঘটিকা সমিতির অস্থায়ী কার্যালয়ে জেলা বাকশিসের সভাপতি অধ্যক্ষ আজহারুল কবিরের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
সভায় কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বাকশিসের সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যক্ষ হারুন অর রশিদ, চাঁদপুর, জেলা বাকশিসের সহ-সভাপতি অধ্যক্ষ লেফটেন্যান্ট মো.শোয়ায়েব,অধ্যক্ষ হায়দার আলী,দফতর সম্পাদক আলমগীর হোসেন,সাংগঠনিক সম্পাদক মহিন উদ্দিন,সাংগঠনিক সম্পাদক শান্তি রঞ্জন দে প্রমুখ।
সহ-সভাপতি অধ্যাপক মো. শোয়ায়েব পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জেলা বাকশিসের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করানো হয়।
এ ছাড়াও সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয় ।
করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৪