চাঁদপুরের ঐতিহ্যবাহী চাঁদপুর পুরান বাজার ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ তারিক উল্লা বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হাসপাতালে ৭২ বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না—রাজেউন। সতাঁর মৃত্যুতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, চাঁদপুর জেলা শাখার সভাপতি ও দেশগাঁও ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজহারুল কবীর ও সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মেজবাহউদ্দিন আহমেদ গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
অধ্যক্ষ তারিক উল্লা চাঁদপুর জেলা বাকশিসের সভাপতি ছিলেন।
এদিকে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি , চাঁদপুর জেল্া শাখার সভাপতি মো. বিল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক মোজাাম্মেল হোসেন ঢালী চাঁদপুর পুরান বাজার ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ তরিক উল্লার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
আজ বাদ জোহর গ্রামের বাড়ি হাজীগঞ্জের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
৫ জুলাই ২০২৪
এজি