চাঁদপুরের ডি.এন হাই স্কুলের এক সময়ের জনপ্রিয় শিক্ষক অমূল্য রঞ্জন দত্তের চির বিদায়ে বাংলাদেশ শিক্ষক সমিতি, চাঁদপুর জেলা শাখার সভাপতি ও গণি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক বিশিষ্ঠ শিক্ষাবিদ মো.আব্বাস উদ্দিন ও সাধারণ সম্পাদক ডিএন হাই স্কুলের প্রধানশিক্ষক মোহাম্মদ হোসেন পাটওয়ারী গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
ডি.এন হাই স্কুলের এ জনপ্রিয় ধর্মীয় শিক্ষক অমূল্য রঞ্জন দত্ত ৯ জুলাই রাত সাড়ে ৯ টায় ৭৬ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে চাঁদপুর সদর হাসপাতালে পরলোক গমন করেন ।
১০ জুলাই দশটায় তাঁর মরদেহ সকালে তাঁর প্রিয় ডি.এন.স্কুল প্রাঙ্গণে আনা হয়। ছাত্র-শিক্ষক এবং প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীরা গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বেলা ১১ টায় চাঁদপুর মহামশ্মানে তাঁর অন্ত্যষ্ঠ্যিক্রিয়া সম্পন্ন হয় ।
১১ নভেম্বর ১৯৪৮ সালে শাহরাস্তি উপজেলার মহৎ পাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন । চিতৌষি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি,মতলব কলেজ থেকে আই.কম, চাঁদপুর সরকারি কলেজ থেকে বিকম পাস করে শাহাতলী স্কুলে প্রথম মহান শিক্ষকতা পেশায় যোগদান করেন।
৭ এপ্রিল ১৯৮৮ সালে ডি.এন.স্কুলে সহকারী শিক্ষক (পন্ডিত) হিসেবে যোগদান করে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। ২০১২ সালে ঔ স্কুল থেকে শিক্ষকতা পেশায় ইতি টানেন। একমাত্র ছেলে বেসরকারি চাকরিজীবী। এক মেয়ে প্রাইমারি স্কুলের শিক্ষক এবং ছোট মেয়ে গৃহিণী।
অমূল্য রঞ্জন দত্তের পরলোকগমনে ডি.এন স্কুলের ছাত্র-শিক্ষক,অভিভাবক ও ম্যানেজিং কমিটির পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করাসহ আত্মার শান্তি কামনা করা হয় ।
তথ্য সূত্র: ডিএন হাই স্কুলের প্রধানশিক্ষক মোহাম্মদ হোসেন পাটওয়ারী ।
আবদুল গনি
১১ জুলাই ২০২৪
এজি