চাঁদপুর জেলার ৮ উপজেলা, ৭টি পৌরসভা, ৮৯টি ইউনিয়ন ও ১ হাজার ৩৬৫টি গ্রামে ২৭ লাখ মুসলমানের জন্যে ৪,৮৪২টি মসজিদ রয়েছে। এসব মসজিদে সারা বছর ৫ ওয়াক্ত আজান ও নামাজ আদায় করা হয় এবং পবিত্র মাহে রমজানে মুসল্লিদের সমাগম বৃদ্ধি পায়।
নামাজ আদায়ের সুবিধার্থে গ্রাম ও শহরের অনেকে মসজিদে রয়েছে এখন রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা। প্রতিটি মসজিদে রয়েছে একজন খতিব বা পেশ ইমাম ও একজন বা একাধিক মুয়াজ্জিন।
এসব মসজিদের বেশিরভাগ ইমাম বা খতিব ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রশিক্ষণ প্রাপ্ত ও কওমি মাদরাসার আলেম। প্রবাসী ও স্থানীয় ব্যবসায়ীদের নগদ অর্থেও দানে ঔ সব মসজিদগুলোর বাহ্যিক অবকাঠামো ও চাকচিক্য দিন দিন বাড়ছে চাঁদপুর ইসলামিক ফাউন্ডেশন-এর দেয়া পরিসংখ্যান মতে, চাঁদপুর সদরে ৬৬৭টি, মতলব দক্ষিণে ৪৫৫টি, মতলব উত্তরে ৫৭৬টি, হাজীগঞ্জে ৬২৬টি, ফরিদগঞ্জে ৯৬০টি, কচুয়ায় ৮৭১টি, শাহরাস্তিতে ৪৩৩টি এবং হাইমচরে ২৫৪টি মসজিদ রয়েছে। অধিকাংশ মসজিদেই জুমার নামাজ হয়।
ইফার দেয়া তথ্য মতে-জেলার ১ হাজার ২৩৬টি মসজিদে রয়েছে শিশু ও গণশিক্ষা কার্যক্রম। মসজিদের ইমামরা সেখানে দ্বীনি শিক্ষাসহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত ও নৈতিক শিক্ষা দিয়ে থাকেন।
২৭ জুন ২০২৪
এজি