চাঁদপুরের হাজীগঞ্জে নিখোঁজের পর শিশু ওমর ফারুক (৫) ও জিহাদ হোসেন মানিকের (৬) মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ২৮ জুন সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের সুহিলপুর হাওলাদার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা যায়,ওমর ফারুক হাওলাদার বাড়ির শাহ পরানের ছেলে। আরেক শিশু জিহাদ হোসেন মানিক একই বাড়ির জুয়েলের ছেলে।
শিশুদের পরিবার জানায়, বিকেল থেকে তাদের খুঁজে পাওয়া যায়নি। সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে মাছ ধরার জাল ফেলে সন্ধান মেলে। জালে উঠে আসে দু’শিশুর মরদেহ। স্থানীয় ইউপি চেয়ারম্যান ইউছুফ প্রধানীয়া সুমন বলেন, `খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্বজনদের সান্ত্বনা দিয়েছি।’
খবর পেয়ে ঘটনাস্থলে যান হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক গুপীনাথ বলেন, `‘ ওমর ফারুকের বাবা শাহ পরান দু’ শিশুকে দোকান থেকে চিপস কিনে দিয়ে বাড়িতে পাঠায়। কিন্তু অবুঝ দু’ শিশু বাড়ি পর্যন্ত যেতে পারেনি। পরক্ষণে দু’শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়। ’
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার , ২৮ জুন ২০২৪
এজি