Friday , 3 January 2025
electricity

চাঁদপুরে ২৪ আগস্ট ৮ টা- ৯টা পর্যন্ত অনেক বিদ্যুৎ থাকবে না

বিবিব্যউপ্র,কুমিল্লা জোন, বিউবো, কুমিল্লা প্রকল্পের উন্নয়নমূলক কাজের জন্য চাঁদপুরের অনেক এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার ঘোষণা দেয়া হয়েছে ।

কাল শনিবার ২৪ আগস্ট বিউবোর বিক্রয় ও বিতরণ বিভাগ- চাঁদপুর এর আওতাধীন বিভিন্ন এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান।

২২ আগস্ট বৃহস্পতিবার এক দপ্তরাদেশে এ তথ্য জানান তিনি।

দপ্তর আদেশ চিঠিতে বলা হয়, বিৰিব্যউগ্র, কুমিল্লা জোন, বিউবো, কুমিল্লা প্রকল্পের উন্নয়নমূলক কাজের জন্য অত্র দপ্তরের আওতাধীন নতুন বাজার বালুর মাঠস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভি নতুন বাজার, কোল্ডস্টোর, লোকাল, সিএসডি, বিপনীবাগ, ১৬ ঘর,বাবুরহাট,৩৩ কেভি মেঘনা ফিডার এবং অত্র দপ্তরের আওতাধীন পুরান বাজার ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভি বাজার, খালপাড়, হাইমচর ফিডা ২৪ আগস্ট ২০২৪ রোজ শনিবার সকাল ৮ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তৎপ্রেক্ষিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চাঁদপুর এর উল্লিখিত ফিডারের আওতাধীন ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, নতুন ব্যজ্যর, কালীবাড়ী, চিত্রলেখা, ছায়াবানী, বাসস্টেশন, উপজেলা পরিষদ, জেলা প্রশাসকের কার্যালয়,পুলিশ সুপারের কার্যালয়, ওয়্যারলেছ, ফিশারী গেইট, বড় স্টেশন, লঞ্চঘাট, পালবাজার, ডাব্লিউ রাহমান জুটস মিলস লিমিটেড, স্টার আলকায়েদ জুটস মিলস লিমিটেড, মমিনপাড়া আ/এ, রঘুনাথপুর, পুরান বাজারের বাণিজ্যিক এলাকা, দোকানঘর ইত্যাদি এলাকাসহ বিউবো’র আওতাধীন এলাকায় উল্লিখিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নিজস্ব প্রতিবেদক
২৩ অাগস্ট ২০২৪
এজি

এছাড়াও দেখুন

army

চাঁদপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর তৎপরতা

চাঁদপুরে বিশৃঙ্খলা এড়াতে ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী তৎপরতা চালাচ্ছে দায়িত্বরত সেনাবাহিনী। বুধবার ২৭ নভেম্বর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *