Tuesday , 7 January 2025
nila

চাঁদপুরের চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর আবৃত্তি শুনে মুগ্ধ হলেন প্রধানমন্ত্রী

চাঁদপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পুরানবাজার বালক সপ্রাবি’র চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সৌমিত্র
নীলাদ্রির আবৃত্তি শুনে মুগ্ধ এবং অশ্রুসিক্ত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনি আবেগাপ্লুত হয়ে চাঁদপুরের এ ক্ষুদে শিক্ষার্থীকে মমতায় বুকে জড়িয়ে ধরেন এবং তার কবিতা আবৃত্তির ভূয়সী প্রশংসা করেন।

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন ও প্রাথমিক শিক্ষা পদক (২০২৩) বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে ২০২৪ সালে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতায় আবৃত্তি শাখায় (খ বিভাগে) শ্রেষ্ঠত্ব অর্জন করা চাঁদপুরের সৌমিত্র সাহা নিলাদ্রি আমন্ত্রিত শিশু শিল্পী হিসেবে কবিতা আবৃত্তি করে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

অনুষ্ঠানের একপর্যায়ে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সৌমিত্র সাহা নীলাদ্রির কন্ঠে ”আমি রাসেল বলছি’ কবিতাটি আবৃত্তি শুনে মুগ্ধ এবং আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য অতিথিবৃন্দ।

প্রথমিক স্কুল পর্যায়ে দেশসেরা খুদে এ আবৃত্তি শিল্পীর পরিবেশনা শেষ হলে তাকে অভিবাদন জানিয়ে করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো হল রুমে এক পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে মঞ্চে উঠে খুদে আবৃত্তি শিল্পী সৌমিত্র সাহা নীলাদ্রিকে পরম মমতায় বুকে জড়িয়ে ধরেন।

এর আগে ১০ জুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক ঢাকা পিটিআই হলরুমে জাতীয় শিক্ষা সপ্তাহের বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করা শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১২টি ইভেন্টে অনুষ্ঠিত হওয়া এ প্রতিযোগীতায় ৮টি বিভাগ থেকে ১ জন করে ৮ জন প্রতিযোগী প্রতি ইভেন্টে অংশগ্রহণ করে।

এর মধ্যে শহরের পুরানবাজার ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র সৌমিত্র সাহা নীলাদ্রি খ বিভাগে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করার দুর্লভ গৌরব অর্জন করে।

সৌমিত্র সাহার নীলাদ্রির এ গৌরবময় কৃতিত্বের জন্য পুরান বাজার বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, অভিভাবক কমিটি, শিক্ষকবৃন্দ এবং এলাকাবাসী তাকে অভিনন্দন জানিয়েছে। সৌমিত্র সাহা নীলাদ্রি চাঁদপুর সদরের লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মিতু সাহা ও সুমন চন্দ্র সাহার প্রথম পুত্র।

২৭ জুন ২০২৪
এজি

এছাড়াও দেখুন

army

চাঁদপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর তৎপরতা

চাঁদপুরে বিশৃঙ্খলা এড়াতে ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী তৎপরতা চালাচ্ছে দায়িত্বরত সেনাবাহিনী। বুধবার ২৭ নভেম্বর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *