২৯ মে ৩য় ধাপে অনুষ্ঠিতব্য চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
সোমবার ১ চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়।
প্রতীক পাওয়া প্রার্থীরা হচ্ছেন,চেয়ারম্যান পদে মো.শাহজাহান শিশির কাপ পিরিচ,আইয়ুব আলী পাটওয়ারী দোয়াত কলম, সোহরাব হোসেন চৌধুরী সোহাগ ঘোড়া,মো. মাহবুব আলম টেলিফোন, ফয়েজ আহমেদ স্বপন আনারস ও মাঈন উদ্দিন মাইনু লাঙ্গল।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে রাকিবুল হাসান তালা, মো. শাহজালাল প্রধান উড়োজাহাজ ও সৈয়দ আ: জব্বার বাহার চশমা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আমেনা আক্তার কলস, সালমা শহিদ বৈদ্যুতিক পাখা,জোসনা আক্তার ঝর্ণা ফুটবল, শ্যামলী খান পদ্ম ফুল, কুলসুমা আক্তার হাঁস ও ফারহানা পারভীন প্রজাপতি। প্রতীক পাওয়ার পর থেকেই উপজেলার বিভিন্ন এলাকাজুড়ে প্রার্থীদের প্রচারনায় নির্বাচনি মাঠ মুখরিত হয়ে উঠেছে।
১৪ মে ২০২৪
এজি