Tuesday , 7 January 2025
manik-

আপনারা জনগণের পাশে থাকবেন : শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক নেতাকর্মীদের উদ্দেশ্য বলেছেন, ‘দেশনায়ক তারেক রহমান ও বেগম খালেদা জিয়া কোন অন্যায়কে প্রশ্রয় দেয় নাই। আপনারা জনগণের পাশে থাকবেন। কোন অন্যায় কাজে লিপ্ত হবেন না । ‘

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি শুরু করার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য চাঁদপুর জেলা বিএনপি সভাপতি এসব কথা বলেছেন।

বৃহস্পতিবার দুপুরে শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

তিনি বক্তব্যে বলেন, বাংলাদেশ থাকলে জিয়াউর রহমান থাকবে। আওয়ামী লীগ ১৫ বছর দেশকে শ্মশান বানিয়েছে। মানুষ খেকো আওয়ামী লীগ, গণতন্ত্র হত্যাকারী আওয়ামী লীগকে আর এ দেশের মানুষ চায় না। বিএনপি তো দেশে আছে আপনারা এখন কোথায়। হাসিনা নাকি দেশ থেকে পালায় না, এ দেশের মানুষ দেখছে হাসিনা ও ভুয়া আওয়ামী লীগ পালাইছে। দেশে যত পরিমাণ হত্যা, গুম ও নির্যাতন করেছেন চাঁদপুর জেলখানাও আপনাকে যেতে হবে।

তিনি আরও বলেন, আজকের সরকারকে বলতে চাই, তারেক রহমানের বিরুদ্ধে করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে অনতিবিলম্বে দেশে আসার সুযোগ করে দিতে হবে। আমরা এ সরকারকে অপদস্থ করতে চাই না। এ সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি। যদি তারেক রহমান একবার দেশে চলে আসে তাহলে কেউ তাকে আটকাতে পারবে না। কারণ তারেক রহমান দেশে আসার খবর ছড়িয়ে পড়লে এই চাঁদপুর থেকেই লাখ লাখ মানুষ ঢাকার উদ্দেশ্যে ছুটবে। আমরা চাই ভোটের অধিকার। যত দ্রুত সম্ভব নির্বাচন দিন। বিএনপি আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবো।

আবদুস সালাম বলেন, চাঁদপুরে একটা ভুয়া মহিলা এমপি ছিল। তাকে সকলে সোনামণি বলে ডাকে। আমরা বলি তিনি ভুয়ামণি। এখন কেন কাঁদছেন। তখন মনে ছিল না। বিএনপি জনগণের দল। সকল নেতাকর্মীকে ধৈর্য্য ধরতে হবে। সকলকে ঐক্য থাকতে হবে। এখনও আওয়ামী লীগের পেতাত্মারা বিভিন্ন স্থানে ঘাপটি ধরে বসে আছে। কোথায় কোন অনিয়ম হলে তাকে পুলিশের কাছে তুলে দিবেন। যে পর্যন্ত ভোটের অধিকার ফিরে না আসবে ততদিন পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.মুনীর চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লা সেলিম।

আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি,সাধারণ সম্পাদক অ্যাড.হারুনুর রশিদ, সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর খান,জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড.নুরুল আমিন খান আকাশ, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার। সভার শুরুতে কোরআন তেলওয়াত জেলা ওলামাদলের সাধারণ সম্পাদক মাও. জাকির মৃধা।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় সভা স্থানে এসে শেষ হয়। এর আগে সকালে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

নিজস্ব প্রতিবেদক,
৭ নভেম্বর ২০২৪
এজি

model=====

এছাড়াও দেখুন

army

চাঁদপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর তৎপরতা

চাঁদপুরে বিশৃঙ্খলা এড়াতে ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী তৎপরতা চালাচ্ছে দায়িত্বরত সেনাবাহিনী। বুধবার ২৭ নভেম্বর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *