চাঁদপুর জেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল এর সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল এর সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কামরুল হাসান।
চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল এর সদস্য সচিব এ.এস.এম মোসা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম।
এসময় সভায় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, চাঁদপুর নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরান শাহরীয়ার, জেলা নির্বাচন অফিসার, বিজিবি, র্যাব এর প্রতিনিধি, ডিডি এনএসআই, কোস্ট গার্ড, আনসার, ডিজিএফআই এর প্রতিনিধি, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত সহ সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সকল অফিসার ইনচার্জবৃন্দ, উপজেলা নির্বাচন অফিসারবৃন্দ।
সভায় পরিপত্র-৯ এর আলোকে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাসমূহের কর্মকান্ডের সমন্বয় সাধন ও সুসংহতকরণের উপর গুরুত্বারোপ করা হয়।
২৫ ডিসেম্বর ২০২৩
এজি