দেশের ১৩টি জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি বলছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে বদলগাছীতে ৮.৯, সৈয়দপুরে ৯.০, তেঁতুলিয়ায় ৯.৩, চুয়াডাঙ্গায় ৯.৫, রাজশাহীতে ৯.৬, ঈশ্বরদীতে ৯.৭, কুমারখালীতে ১০.০, ডিমলায় ১০.১, রংপুরে ১০.৩, বরিশালে ১০.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
শনিবার ১৩ জানুয়ারি আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, রংপুর বিভাগের ৮টি জেলা এবং রাজশাহী, পাবনা, নওগাঁ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে আজ রোববার মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল,অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে। এ ছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে,বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
১৪ জানুয়ারি ২০২৪
এজি