যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন ২০ জানুয়ারি। তবে নিজের অভিষেক অনুষ্ঠানের আগেই ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চান রিপাবলিকান পার্টির এ নেতা।
শনিবার যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সদস্য এবং ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রিপাবলিকান পার্টির রাজনীতিবিদ লিন্ডসে গ্রাহাম এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।
এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় দু শহর বেইত লাহিয়া এবং জাবালিয়ায় ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর ব্যাপক বিমান হামলায় ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন ১০০ জনের বেশি ফিলিস্তিনি। খবর আলজাজিরার।
গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল এ তথ্য জানিয়ে বলেন, নিহতদের মধ্যে ৭৫ জন বেইত লাহিয়া শহরের এবং বাকি ২৫ জন জাবালিয়া ও সংলগ্ন বিভিন্ন এলাকার। ৫ অক্টোবর থেকে উত্তর গাজায় অভিযানে বিশেষভাবে জোর দিয়েছে আইডিএফ।
তারপর থেকে এ পর্যন্ত উত্তর গাজার বিভিন্ন এলাকায় ইসরাইলের স্থলবাহিনী ও বিমান বাহিনীর হামলায় নিহত হয়েছেন ২ হাজার ৭ শ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও ১০ হাজার।
গাজার মোট জনসংখ্যার একটি বড় অংশ বসবাস করে উত্তরাঞ্চলে। ৫ অক্টোবর বিশেষ অভিযান শুরুর পর থেকে খাবার, ওষুধ, জ্বালানি প্রবেশ করতে দিচ্ছে না ইসরাইলি বাহিনী।
ফলে ইতোমধ্যেই মানবিক বিপর্যয় শুরু হয়েছে উত্তর গাজায়। লিন্ডসে গ্রাহাম কয়েকদিন আগে ইসরাইল সফর করেছেন।
সেখানে তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ শীর্ষ কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন। গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে মিসরীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য হামাসের একটি প্রতিনিধি দল কায়রো সফর করার কথা রয়েছে। এর মধ্যেই যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের মনোভাব জানা গেল।
সাপ্তাহিক হাজীগঞ্জ রিপোর্ট
৩০ নভেম্বর ২০২৪
এজি