Monday , 30 December 2024
bar

জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২৫ জানুয়ারি

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামি ২৫ জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ১৫ জানুয়ারি সোমবার সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার ও সমিতির সভাপতি অ্যাড.এ.টি.এম.মোস্তফা কামাল নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

২৫ জানুয়ারি জেলা আইনজীবী সমিতি ভবনের ২য় তলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ওইদিন দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

নির্বাচনের তফসিল অনুযায়ী ১৭ জানুয়ারি বুধবার মনোনয়নপত্র দাখিল হবে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত। ওইদিনই মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে।

১৮ জানুয়ারি আপত্তি দাখিল ও শুনানি এবং ওই দিন বিকেল ৫টায় মনোনয়নপত্র প্রত্যাহারের দিন নির্ধারণ করা হয়েছে। জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ২টি প্যানেলে অংশগ্রহণ করবেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও বিএনপির সমমনা আইনজীবী ঐক্য প্যানেলের ৩০ জন প্রার্থী। ১৫টি পদের প্রার্থীদের ভোট দিবেন সমিতির সদস্যরা।

নির্বাচন উপলক্ষে আদালত প্রাঙ্গণে উৎসবের আমেজ বিরাজ করছে। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ এ.জেড.এম.রফিকুল হাসান রিপন। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সিনিয়র সহ-সভাপতি অ্যাড. তৌহিদুল ইসলাম তরুণ ও জুনিয়র সহ-সভাপতি অ্যাড. মো.কাইয়ুম মোল্লা।

জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৫ জানুয়ারি সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডঃ এ. টি. এম. মোস্তফা কামাল।

অনুষ্ঠান পরিচালনা ও বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. এ. জেড. এম. রফিকুল হাসান রিপন।

অডিট প্রতিবেদন পাঠ করেন সমিতির জেনারেল অডিটর অ্যাড.মোহাম্মদ ইয়াসিন আরাফাত ইকরাম।

সভায় বক্তব্য রাখেন সমিতির সিনিয়র আইনজীবী অ্যাড. ইকবাল-বিন-বাশার, অ্যাড.শেখ জহিরুল ইসলাম, অ্যাড. মোবারক হোসেন,অ্যাড.আহছান হাবীব,অ্যাড.কামাল উদ্দিন আহমেদ,অ্যাড.মজিবুর রহমান ভূঁইয়া,অ্যাড.আলহাজ্ব মো.মিজানুর রহমান,অ্যাড.শেখ আবুল খায়ের মো.সালেহ, অ্যাড.সাইয়েদুল ইসলাম বাবু,অ্যাড.বাবর বেপারী প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র আইনজীবীসহ অন্য আইনজীবীগণ। সভায় সংগঠনের সভাপতি অ্যাড. এ. টি. এম.মোস্তফা কামাল আইনজীবী সমিতির নির্বাচন-২০২৪ উপলক্ষে তফসিল ঘোষণা করেন।

করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৪
এজি

এছাড়াও দেখুন

army

চাঁদপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর তৎপরতা

চাঁদপুরে বিশৃঙ্খলা এড়াতে ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী তৎপরতা চালাচ্ছে দায়িত্বরত সেনাবাহিনী। বুধবার ২৭ নভেম্বর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *