চাঁদপুর প্রেসক্লাবের ২০২৪ সালের কার্যকরি কমিটির জমকালো অভিষেক শুক্রবার বিকেল ৩ টায় প্রেসক্লাব প্রাঙ্গণে সম্পন্ন হতে যাচ্ছে । অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সমাজকল্যাণ মন্ত্রী ডা.দীপুমনি এমপি। বিশেষ অতিথি থাকবেন চাঁদপুরের মান্যবর জেলা প্রশাসক কামরুল হাসান,পুলিশ সুপার মোহাম্মদ সাইফূল ইসলাম পিপিএম বার,
চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গণি পাটওয়ারী ও চাঁদপুর পৌর মেয়র এ্যাড.জিল্লুর রহমান জুয়েল ।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি মো.শাহাদাত হোসেন শান্ত সভাপতিত্ব করবেন। তথ্য ও যোগাযোগ মন্ত্রলালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এমপি অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
দেশের দুজন বণাঢ্য ব্যাক্তিকে সংবর্ধনা দেয়া হবে। এরা হলেন – দেশের একজন অনুবিজ্ঞানি ড. সেঁজুতি সাহা ও গীতিকার ও সাংবাদিক কবির বকুল ।
আয়োজিত অনুষ্ঠানে জনপ্রতিনিধি,রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
আবদুল গনি
২৬ ফেব্রুয়ারি ২০২৪
এজি