Sunday , 5 January 2025
sumary

চাঁদপুরে পুরুষের চেয়ে নারী ১ লাখ ৭৬ হাজার ৮শ ৪২ জন বেশি

জনশুমারি ও গৃহগণনা-২০২২-এর চাঁদপুর জেলার চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করা হয়েছে। জনশুমারি ও গৃহগণনা-২০২২-এর তথ্য অনুযায়ী চাঁদপুর জেলায় পুরুষের তুলনায় মহিলা ১ লাখ ৭৬ হাজার ৮৪২ জন বেশি। চাঁদপুর জেলায় জনসংখ্যা ২৬ লাখ ৩৫ হাজার ৭শ ৪৮ জন। যার মধ্যে পুরুষ ১২ লাখ ২৯ হাজার ৪ শ ১৩ জন। মহিলা ১৪ লাখ ৬ হাজার ২শ৫৫ জন। পরিবারের সংখ্যা ৬ লাখ ৩৪ হাজার ৪ শ ৩১। জনশুমারিকালীন চাঁদপুর জেলায় প্রবাসী সংখ্যা ১ লাখ ৭২ হাজার ৪ শ ৩ জন। সবচেয়ে বেশি ফরিদগঞ্জ উপজেলায় ৩৮ হাজার ১৯ জন।

২৭ জুন বৃহস্পতিবার সকালে জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর চাঁদপুর জেলা প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিসংখ্যান কার্যালয় চাঁদপুর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক কামরুল হাসান।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বশির আহমেদের সভাপতিত্বে প্রতিবেদন উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান অধিদপ্তরে চাঁদপুর জেলা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ আজাদুর রহমান। চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ মনোয়ার হোসেন, জেলা পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ ইয়াছির আরাফাত,প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্তসহ সংশ্লিষ্ট অংশীজন এসময় উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রচেষ্টার উদাহরণ প্রযুক্তিনির্ভর জনশুমারি এবং গৃহগণনা। নির্ভরশীল জনগোষ্ঠীর কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী সর্বজনীন পেনশন স্কিম চালু করেছেন।

শুক্রবার
২৮ জুন ২০২৪
এজি

এছাড়াও দেখুন

army

চাঁদপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর তৎপরতা

চাঁদপুরে বিশৃঙ্খলা এড়াতে ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী তৎপরতা চালাচ্ছে দায়িত্বরত সেনাবাহিনী। বুধবার ২৭ নভেম্বর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *