বিনামূল্যে আইনি সেবার দ্বার উম্মোচন এ স্লোগানকে সামনে রেখে জেলা লিগ্যাল এইউ কমিটি চাঁদপুরের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ৩১ মার্চ বিকেলে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. মহসিনুল হক।
ভারপ্রাপ্ত জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মাইনুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো.নুরুল আলম সিদ্দীক,অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) বেগম ফারহানা ইয়াছমিন,অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২)সাহেদুল করিম,অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট একরামুল ছিদ্দিক, স্বাধীনতাপদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা.সৈয়দা বদরুন নাহার,অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম,জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাড.বদরুল আলম চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত, জেলা সুপার ফোরকান ওয়াহিদ, সিনিয়র আইনজীবী ও জীবনদীপের প্রতিষ্ঠাতা অ্যাড.বিনয় ভুষণ মজুমদার, জেলা তথ্য কর্মকতা তপন চন্দ্র বেপারী, ইসলামী ফাউন্ডেশনের কর্মকতা নুরুল আমিন প্রমুখ।
সভায় আগামি ২৮ এপ্রিল জেলা লিগ্যাল এইডের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালনকল্পে ব্যাপক আলোচনা সহ অসহায় ও অস্বচ্ছল বিচার প্রাথীদেও সেবার বিষয় নিয়ে আলোচনা হয়।
নিজস্ব প্রতিনিধি
১ এপ্রিল ২০২৪
এজি