Sunday , 5 January 2025
jail khana

চাঁদপুর জেলা কারাগারে স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ- এ স্লোগান ধারণ করে কারাবন্দিদের মাদকাসক্ত জীবন থেকে ফিরিয়ে আনার লক্ষ্যে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চাঁদপুর জেলা কারা অভ্যন্তরে বন্দীদের নিয়ে স্বাধীনতা কাপ মিনি ক্রিকেট টুর্নামেন্টের উদ্ভোধন হয়েছে।

বৃহস্পতিবার ১৪ মার্চ সকালে কারাগারের অভ্যন্তরে টুর্নামেন্টের উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।

উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ‘ বন্দিরা সুনাগরিক হয়ে সমাজে ফিরে দেশের উন্নয়নের অগ্রযাত্রায় শামিল হলে বাংলাদেশ দ্রুতই উন্নত সমৃদ্ধশালী স্মার্ট সোনার বাংলায় রূপান্তরিত হবে।’ কারাগারে সংশোধনমূলক এবং মাদকবিরোধী কার্যক্রমের মাধ্যমে বন্দিরা স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। কারাগারে চলমান কর্মমুখী বিভিন্ন প্রশিক্ষণ লাভ করে বন্দিরা সুনাগরিক হয়ে সমাজে ফিরে দেশের উন্নয়নের ভূমিকা রাখতে পারে । ’

জেলা প্রশাসক বলেন, ‘ শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে ক্রীড়া সাহায্য করে। প্রশিক্ষণের মাধ্যমে কারাবন্দিদের সমাজে একজন কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। বন্দিদশা শেষে প্রশিক্ষণকে কাজে লাগিয়ে তারা টাকা রোজগারের সুযোগ পাবেন এবং এর মাধ্যমে অপরাধ প্রবণতা কাটিয়ে পরিবারের রোজগারের উৎস হয়ে উঠতে পারবেন এবং তারা আত্মবিশ্বাসী হয়ে পরিবার ও দেশের জন্য কাজ করতে পারবে ।’

জেলা প্রশাসক, সবাইকে মাদক ও অপরাধ পরিহার করে মুক্ত জীবনে ফিরে গিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার আহ্বান জানান। কারাগারকে সংশোধনাগারে রূপান্তরের লক্ষ্যে মাদকবিরোধী মোটিভেশনাল,কর্মমুখী বিভিন্ন প্রশিক্ষণ এবং খেলাধুলা সাংস্কৃতিক ও বিনোদনমূলক কার্যক্রম চালু আছে বলে তিনি জানান।

প্রায় ৯’ শতাধিক বন্দির উপস্থিতিতে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টে মোট ৪ টি দল কারাগারে থাকা বন্দিদের নিয়ে গঠন করা হয়েছে।

এ সময় চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ,জেলার মুহাম্মদ মুনীর হোসাইন উপস্থিত ছিলেন।

১৬ মার্চ ২০২৪
এজি

এছাড়াও দেখুন

army

চাঁদপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর তৎপরতা

চাঁদপুরে বিশৃঙ্খলা এড়াতে ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী তৎপরতা চালাচ্ছে দায়িত্বরত সেনাবাহিনী। বুধবার ২৭ নভেম্বর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *