ভোক্তা অধিকার লঙ্ঘন করায় চাঁদপুর শহরের উকিলপাড়া এলাকায় আল-আমিন হাসপাতালসহ চার ব্যবসাপ্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২১ জানুয়ারি দুপুর থেকে বিকেল পর্যন্ত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।
তিনি বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চাঁদপুর জেলা কার্যালয়ের নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে শহরের ট্রাকরোড,পালপাড়া ও উকিলপাড়া এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মূল্যতালিকা না থাকায় ওয়াহিদ স্টোরকে ২ হাজার টাকা,জিতু স্টোরকে ৩ হাজার টাকা,মা বাবার দোয়া স্টোরকে ৪ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় চাঁদপুর আল-আমিন হাসপাতালকে ৩ হাজার টাকাসহ সর্বমোট চার প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি চৌকস দল। ভোক্তার অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।
২২ জানুয়ারি ২০২৪
এজি