Friday , 3 January 2025
chak-bitaron Dc Sir-

চাঁদপুরে শ্রেষ্ঠ ইমামদের মাঝে চেক বিতরণ

চাঁদপুর জেলায় ২০২৩-২৪ অর্থ বছরের আওতায় জেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন-২০২৪ এবং ২০১৮-২০২৩ পর্যন্ত শ্রেষ্ঠ ইমামদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।

৩১ জানুয়ারি চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.ইয়াসির আরাফাত,চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

এ সময় ২০২৩-২৪ অর্থ বছরের আওতায় জেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন-২০২৪ এবং ২০১৮-২০২৩ পর্যন্ত শ্রেষ্ঠ ইমামদের মাঝে চেক বিতরণ করেন প্রধান অতিথি চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসানসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে ইমামগণ জনসাধারণকে ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান দানের পাশাপাশি তাদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবেন। বাংলাদেশে প্রশিক্ষণ প্রাপ্ত ইমামরা আর্থ সামাজিক উন্নয়নে অংশ গ্রহণ, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৪
এজি

এছাড়াও দেখুন

army

চাঁদপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর তৎপরতা

চাঁদপুরে বিশৃঙ্খলা এড়াতে ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী তৎপরতা চালাচ্ছে দায়িত্বরত সেনাবাহিনী। বুধবার ২৭ নভেম্বর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *