চাঁদপুরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও দাখিল পরীক্ষা প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামি ১৫ ফেব্রুয়ারি এবারের এস এসসি ,দাখিল ও সমমানের এ পরীক্ষা শুরু হচ্ছে ।
৭ ফেব্রুয়ারি বুধবার বিকেল সাড়ে ৩ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় জেলা প্রশাসক কামরুল হাসান এর পক্ষে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.মোস্তাফিজুর রহমান।
তিনি তাঁর বক্তব্যে বলেন,‘এ পাবলিক পরী্ক্ষা উৎসবমুখর হবে। সকল কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন করার পরিবেশ সৃষ্টি করতে কেন্দ্র সচিবদের পরামর্শ প্রদান করেন। কেন্দ্রগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ছাত্র-ছাত্রীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে সেজন্য পরীক্ষার কেন্দ্রের ব্যাঞ্চগুলোকে সঠিকভাবে রাখতে হবে।পরীক্ষার আগেই কেন্দ্রের ওয়াশরুমগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করে স্বাস্থ্যকর পরিবেশে পরীক্ষার্থীদের পরীক্ষা নিশ্চিত করতে হবে।’
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চেীধূরী, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন প্রমুখ। এসময় বিভিন্ন উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার,৩৬ জন কেন্দ্র সচিব,সহকারী সচিব, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও মাদ্রসার সুপারগণ উপস্থিত ছিলেন।
আবদুল গনি
৭ ফেব্রুয়ারি ২০২৪
এজি