Monday , 30 December 2024
পুলিশ লাইনে সম্মেলন.

চাঁদপুরে উগ্রবাদ প্রতিরোধ বিষয়ক সেমিনার

চাঁদপুর জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তা, সদস্য, জেলা কারাগারের কর্মকর্তা,কারারক্ষী এবং আনসার কর্মকর্তা ও সদস্যগণের অংশগ্রহণে “উগ্রবাদ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করণীয়” শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২৮ জানুয়ারি শহরের বাবুরহাট পুলিশ লাইনস্ ড্রিলসেডে জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় দিনব্যাপি এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন-জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।

সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) এবং (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ্ত রায়।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাতের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী।

মুখ্য আলোচকের বক্তব্য দেন,ডিএমপি সিসিটিসি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাইদ নাসিরুল্লাহ পিপিএম।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে,আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চাঁদপুর জেলা কমান্ড্যান্ট উজ্জ্বল কুমার পাল,চাঁদপুর জেল সুপার এর পক্ষে প্রতিনিধি কর্মকর্তা,জেলা পুলিশ এর কর্মকর্তা ও সদস্যবৃন্দ,জেলা কারাগারের কর্মকর্তা ও কারারক্ষীসহ আনসার কর্মকর্তা ও সদস্যগণ সেমিনারে উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা উগ্রবাদ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করণীয় বিষয়টি গুরুত্বসহ তুলে ধরেন।

৩০ জানুয়ারি ২০২৪
এজি

এছাড়াও দেখুন

army

চাঁদপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর তৎপরতা

চাঁদপুরে বিশৃঙ্খলা এড়াতে ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী তৎপরতা চালাচ্ছে দায়িত্বরত সেনাবাহিনী। বুধবার ২৭ নভেম্বর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *