জেলা পরিসংখ্যান কার্যালয়ের তথ্যমতে- জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী চাঁদপুর জেলার ৮ উপজেলার জনসংখ্যা ২৬ লাখ ৩৫ হাজার ৭শ’ ৪৮ জন। এরমধ্যে পুরুষ ১২ লাখ ২৯ হাজার ৪ শ’ ১৩ জন, মহিলা ১৪ লাখ ৬ হাজার ২শ’ ৫৫ জন ও হিহড়া ৮০ জন।
২০১১ সালের জনশুমারি অনুযায়ী মোট জনসংখ্যা ছিলো ২৪ লাখ ১৬ হাজার ১৮ জন। চাঁদপুর জেলায় ৮টি উপজেলা, ৭টি পৌরসভা, পৌর এলাকায় ৭৫টি ওয়ার্ড, ৮৯টি ইউনিয়ন পরিষদ, ১ হাজার ৪২টি জনবসতিহীন মৌজাসহ, ১ হাজার ২ শ ৭৩টি গ্রাম ও ২শ ৯৪টি মহল্লা।
জেলায় জনশুমারি ও গৃহগণনা ২০২২ কাজে জনবল নিয়োজিতে ছিলো- জেলা শুমারি সমন্বয়কারী ২জন, উপজেলা শুমারি সমন্বয়কারী ৮জন, জোনাল অফিসার ৫২ জন,আইটি সুপারভাইহার ৫২ জন, সুপারভাইজার ৯৮৮জন এবং গণনাকারী ৫ হাজার ৭ শ ৬২ জন।
সম্পাদনা বিভাগ
৩ জুলাই ২০২৪
এজি