Thursday , 2 January 2025
dc sir -----

সবাই মিলে শান্তির চাঁদপুর রাখতে চাই : জেলা প্রশাসক

চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, ‘ সবাই মিলে শান্তির চাঁদপুর রাখতে চাই। আর শান্তির চাঁদপুর রাখতে হলে আইন-শৃঙ্খলা ঠিক রাখতে হবে। আইন-শৃঙ্খলা সভাতে যেসব সিদ্ধান্ত হচ্ছে সেগুলো কাগজে না থেকে বাস্তবায়ন করতে হবে। ’

 

 

সোমবার ১৪ অক্টোবর সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, ‘ ৫ আগস্টের পরে কোনো দপ্তরে আমরা অনিয়ম বরদাস্ত করতে চাই না। আমরা যদি অনিয়মগুলোকে পরিবর্তন না করি, তাহলে আমাদের রাষ্ট্রের ক্ষতি হতেই থাকবে। ‘

জেলা প্রশাসক সস্প্রতি পূজা প্রসঙ্গে বলেন,‘ শারদীয় দূর্গা পূজা আমরা সুন্দরভাবে উদযাপন করতে পেরেছি। দূর্গাপূজাটা অত্যন্ত স্পর্শকাতর ছিল। সবার চেষ্টাই আমরা তা সুন্দরভাবে উদযাপন করতে পেরেছি। ’

মাদকদ্রব্য সম্পর্কে জেলা প্রশাসক বলেন,‘ মাদকদ্রব্য্য নিয়ন্ত্রণের লোকবল আরো বাড়াতে হবে। মাদক যদি সমাজে থাকে তাহলে সেবা দিয়ে আমরা শেষ করতে পারবো না। মাদকদ্রব্য নির্মূলে বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাদক নিয়ে সত্যিই আমরা কাজ করতে চাই। মাদককে নিমূর্ল করা কঠিন কিন্তু আমরা নির্মূলের কাছেই নিয়ে আসতে চাই। কিভাবে নির্মূলে কাজ করতে হবে সে ব্যাপারে সংশ্লিষ্টদের কাজ করতে হবে। ‘

লঞ্চ টার্মিনালে হয়রানি প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন,‘এ ব্যাপারে আমি শুনেছি লঞ্চঘাটে যাত্রীদেরকে হয়রানি করে চালকরা। বিআইডব্লিউটিএর লোকজনসহ নৌ-পুলিশ এ ব্যাপারে কাজ করবে। দ্রুত এর ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবো। ’

মা ইলিশ সংরক্ষণ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, ‘ মা ইলিশ সংরক্ষণ অভিযান সংশ্লিষ্টরা ভালোভাবে কাজ করছে। যার কারণে প্রথম দিন থেকে অভিযানে অসাধু উপায়ে বিক্রির দায়ে দন্ড এবং জব্দ করা হচ্ছে। জেলেকে দেয়া চালে কম দেয়ার কোন সুযোগ নেই। অনেক সময় জেলেদের চাল দেয়ার ক্ষেত্রে অনেক দুস্থ লোক আসেন চাল নেয়ার জন্যে। তাদেরকে অন্যভাবে দিয়ে দিলেও জেলেদের নির্ধারিত পরিমান চাল সঠিকভাবে দিতে হবে। সেখানে কম বা বেশি দেয়ার কোন সুযোগ নেই। ‘

অনলাইনে ইলিশ বিক্রি ও ক্রয় ক্ষেত্রে প্রতারণা প্রসঙ্গে ডিসি বলেন,‘ নির্দিষ্ট তালিকাভুক্ত যেসব অনলাইন ব্যবসায়ী রয়েছেন তাদের ব্যাপারে স্থানীয় এবং জাতীয় গণমাধ্যমগুলোতে প্রচার করা দরকার। কারণ যারা প্রতারিত হচ্ছে তারা বেশিভাগ চাঁদপুরের বাইরের।

চাঁদপুরের ইলিশ নিয়ে প্রতারণা মানে চাঁদপুরের ভাবমূর্তি নষ্ট হয়। এক্ষেত্রে আমরা বিশেষ পরিকল্পনা গ্রহণ করে কাজ করবো। আবার যারা প্রতারণা হচ্ছে তারা অনেক সময় বেশি কিছু পাওয়ার লোভে পরে প্রতারিত হচ্ছে। আবার কেউ কেউ আসলে প্রযুক্তির সম্পর্কে তেমন অভিজ্ঞ নয় । ‘

যানজটমুক্ত করা প্রসঙ্গে ডিসি বলেন,‘ অবৈধ সিএনজির বিরুদ্ধে অভিযান করতে হবে। আমার মনে হয় সিএনজি চালিত অটোরিকশার এবং পাশাপাশি অটোরিকশার ব্যাপারেও আমাদের কিছু সিদ্ধান্ত নেয়া উচিত। দ্রুতই আমাদের শহরটাকে যানজট মুক্ত করা উচিত ্। বর্তমানে দেখা যাচ্ছে যে যার মত করে স্টেজ তৈরি করছেন। কোন নির্দেশনা ছাড়া তা করা ঠিক নয়। কারণ নিরাপত্তারও ব্যাপার থাকে। আইনশৃঙ্খলার রক্ষার্থে সমাবেশ করতে গেলে অনুমতির দরকার আছে। ‘

বাজার মনিটরিং প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, ‘ গুরুত্বপূর্ণ এজেন্ড হচ্ছে বাজার মনিটরিং করা। যারা বাজারকে অস্থিতিশীল করবে তাদেরকে ছাড়া যাবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ‘

ইউএনও ও প্রশাসকদের উদ্দেশ্যে বলেন, ‘অবৈধভাবে কেউ টোল আদায় করতে পারবে না। প্রয়োজনে পুলিশকে সাথে নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। ’

বালু উত্তোলন প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, ‘ চাঁদপুরে কোন বৈধ বালুমহল নাই। যার কারণে গত ১৫ থেকে ২০ দিনে জেলায় প্রায় ৫০ জনকে অবৈধ বালু উত্তোলনকারী ব্যাক্তিকে আটক করা হয়েছে। ’

সভায় পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব বলেন, ‘ কিশোর গ্যাং ও যানজট নিয়ে আমরা কাজ করছি। কিশোর গ্যাং এর বিরুদ্ধে আমরা অভিযান করে কয়েকজনকে আটক করেছি। যানজটরের ব্যাপারেও আমাদের অভিযান অব্যাহত আছে। গত মাসে আমরা ৩৪টি অটোরিকশা আটক করেছি। ’

তিনি আরো বলেন, ‘ অবৈধ অস্ত্র উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত আছে। যৌথ অভিযানে আমরা বেশ কয়েকজনকে আটক করেছি। ‘

এসময় আরো বক্তব্য দেন নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মো.মোশফিকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট একরামুল ছিদ্দিক,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী,সিভিল সার্জন ডা. শাহাদাৎ হোসেন, ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসাপাতালের তত্ত্বাবধায়ক ডা.মো.মাহবুবুর রহমান, জেলা মৎস কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, কোস্টগার্ডের সাব ষ্টেশন কমান্ডার ফজলুল হক, প্রেসক্লাবের সভাপতি শাহাদাৎ হোসেন শান্তসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে বিদায়ী সিভিল সার্জন ডা.মোহাম্মদ সাহাদাৎ হোসেনকে বিদায়ী সংবর্ধনা দেন জেলা আইন-শৃঙ্খলা কমিটির নেতারা।

সাপ্তাহিক হাজীগঞ্জ রিপোর্ট
১৪ অক্টোবর ২০২৪
এজি

এছাড়াও দেখুন

army

চাঁদপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর তৎপরতা

চাঁদপুরে বিশৃঙ্খলা এড়াতে ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী তৎপরতা চালাচ্ছে দায়িত্বরত সেনাবাহিনী। বুধবার ২৭ নভেম্বর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *