Tuesday , 7 January 2025
আরাফ্ত

গণমাধ্যমের বিকাশ ছাড়া গণতন্ত্রের পূর্ণতা পাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এমপি বলেন,‘ গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া,গণমাধ্যমের বিকাশ ছাড়া গণতন্ত্রের পূর্ণতা পাবে না। সকল বাস্তবতায় আমরা গণমাধ্যমকে পূর্ণাঙ্গভাবে সকল ধরনের সহায়তা দেয়ার জন্য প্রস্তুত আছি। যতক্ষণ না গণমাধ্যম শক্তিশালী ভাবে প্রতিষ্ঠিত হবে আমরা সাথে আছি। সেক্ষেত্রে আমরাও আপনাদের কাছ থেকে একই ধরণের সহযোগিতা চাই এবং কিভাবে আমরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থাৎ গণমাধ্যম এবং সরকারের মধ্যে একটি সহযোগিতার মাধ্যমে গনমাধ্যমের স্বাধীনতা সুনিশ্চিত করা এবং আরো শক্ত ভিত্তির এ গণমাধ্যমকে দাঁড় করানোর জন্য চেষ্টা করতে পারি ‘

শুক্রবার ১ মার্চ বিকেলে চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গনে প্রেসক্লাবের ২০২৪ সালের কার্যকরি কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এমপি।

প্রতিমন্ত্রী বলেন,‘গণমাধ্যম কিভাবে সরকারকে সঠিক তথ্য ও উপাত্তের ভিত্তিতে জবাবদিহিতায় আনতে পারে, এমনকি সমালোচনাও করতে পারে সেটিকে আমরা স্বাগত জানাই। একই সাথে আমি যে কথাটি গত কিছুদিন ধরে বলে আসছি এবং এখনো বলছি-আপনাদেরকে সাথে নিয়ে ওই গুজব ও অপ্রপ্রচার প্রতিরোধ করতে চাই ‘

তিনি বলেন,‘ আজকে পেশাদার সাংবাদিকরাই তাদের এই পেশায় শৃঙ্খলার দাবী তুলছেন। আমরা তুলছি না। আপনাদের কাছ থেকেই বার বার দাবী আসছে। কিন্তু আমরা শৃঙ্খলা কিংবা নিয়ন্ত্রণ করতে চাই না। কারণ বিষয়টি আমাদের ওপরে চলে আসবে। তখন বলা হবে শৃঙ্খলার নামে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় সরকার। শৃঙ্খলা আপনাদের দাবী, আমরা তার সাথে একমত হলাম। অন্য পেশায় এভাবে অপেশাদার লোক চলে আসে। এক্ষেত্রে আমরা সকলের পরমার্শ নিয়ে কাজ করতে চাই । ’

আরাফাত বলেন, চাঁদপুর সম্পর্কে আমার তেমন ধারণা ছিল না। এখানে এসে অনেক কিছু জানতে পেরেছি। এখানে অনেক গুণী মানুষ আছেন। চাঁদপুর প্রেসক্লাব আজকে কয়েকজন গুনী মানুষকে সংবর্ধিত করেছেন। কৃতি সন্তানদের সম্মানিত করলে পরবর্তী প্রজন্ম অনুপ্রেরণা পায়। এটি একটি চমৎকার দৃষ্টান্ত। চাঁদপুরে প্রথম এসে এই প্রেসক্লাবের সাথে আমার নামটিও সংযুক্ত হলো।

প্রতিমন্ত্রী বলেন, ‘ এ জেলার সাংবাদিকসহ অন্য পেশার লোকজনের আচার আচরণ ও উপস্থাপনায় বুঝিয়েছেন তারা শুধুমাত্র চাঁদপুরেই নয়, তারা জাতীয়ভাবে দেশের প্রতিনিধিত্ব করছেন । ‘

চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্তের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসকের পেেক্ষ অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ,পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গণি পাটওয়ারী ও চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান।

অনুষ্ঠানে সংবর্ধনা দেয়া হয় চাঁদপুরের কৃতি সন্তান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অণুজীববিজ্ঞানী ড.সেঁজুতি সাহা, ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার ও সাংবাদিক কবির বকুল এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজমুদারকে।

১ মার্চ ২০২৪
এজি

এছাড়াও দেখুন

army

চাঁদপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর তৎপরতা

চাঁদপুরে বিশৃঙ্খলা এড়াতে ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী তৎপরতা চালাচ্ছে দায়িত্বরত সেনাবাহিনী। বুধবার ২৭ নভেম্বর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *