Sunday , 5 January 2025
bnp

স্বরাষ্ট্র উপদেষ্টা একজন স্বৈরাচার সরকারের দোসর : শেখ ফরিদ আহমেদ মানিক

সদ্য গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে চাঁদপুরে বিশাল বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। ১৩ আগস্ট মঙ্গলবার বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

এসময় সভাপতির বক্তব্য জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের ফলে এদেশে নতুন করে স্বাধীনতা এসেছে । সেই স্বাধীনতাকে প্রশ্ন বিদ্ধ করার জন্য কিছু লোক বসে আছে তার মধ্যে বিগ্রেডিয়ার সাখওয়াত একজন। আমরা অবিলম্বে বিগ্রেডিয়ার সাখওয়াতের পদত্যাগ দাবী করছি । প্রধান উপদেষ্টাকে অনুরোধ করবো অবিলম্বে এই উপদেষ্টাকে হয় পদত্যাগ করান না হয় আপনি অব্যাহতি দেন।

তিনি আরও বলেন, আমরা শুনতে পাই সেই পরাজিত অপশক্তি ১৫ তারিখ আবার মাঠে নামার চেষ্টা করছে। আমি নেতাকর্মীদের বলবো যেভাবে আপনারা রাত জেগে মন্দির গুলোতে পাহারা দিয়েছেন। ঠিক তেমনি সজাগ থাকবেন যেন এই আওয়ামী সন্ত্রাসীরা আর মাঠে নামতে না পারে। কোন ভাবেই আমরা শহীদ ভাইদের রক্ত বৃথা যেতে দিবো না।

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ড.ইউনুসের উপদেষ্টাদের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা একজন স্বৈরাচার সরকারের দোসর। আপনার ভ্যানগার্ড হিসেবে আমরা সবসময় প্রস্তুত। ১৫ আগষ্ট সকল কাজকর্ম বিসর্জন দিয়ে পাড়া-মহল্লায় সকলে অবস্থান নিবেন। কোন স্বৈরাচারী সরকারকে মাথা চাঁড়া দিতে দেয়া যাবে না। আইন নিজের হাতে তুলে নিবেন না, প্রয়োজনে আইন-শৃঙ্খলাবাহিনীর কাছে তাদেরকে তুলে দিবেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম বলেন, রঞ্জিত রাজপথের রক্ত এখনো শুকায় নি। স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার সাখাওয়াত হোসেন কে পদত্যাগ করতে হবে। কোন অবস্থাতেই রাজপথে উশৃঙ্খল করা যাবে না। বাংলাদেশের কোথায়ও হিন্দুদের উপর আক্রমন হয়নি। আমরা বিভিন্ন মন্দিরে মন্দিরে গিয়েছি,তারা বলেছেন চাঁদপুরসহ সারাদেশে হিন্দুদের উপর অত্যাচার হয় নি। তথা কথিত আওয়ামী লীগকে আর চাঁদপুরের মাটিতে উঠতে দেয়া হবে না। আওয়ামী লীগ বলে আগস্ট মাস নাকি শোকের মাস। আগস্ট মাস হলো বিজয়ের মাস।

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝির পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, জসিম উদ্দিন খান বাবুল, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ.হারুনুর রশিদ, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর, শাহজালাল মিশন, অ্যাড. শামসুল ইসলাম মন্টু, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, প্রচার সম্পাদক শরিফ উদ্দিন পলাশ, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডঃ মনিরা চৌধুরী, শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক হাবিব ভুঁইয়া, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিএনপি নেতা ইব্রাহিম কাজী জুয়েল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মাসুদ মাঝি,তাঁতী দলের আহবায়ক আলী আহম্মদ কমিশনার, সদস্য সচিব মজিবুর রহমান লিটন, মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল,সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক এইচএম ইসমাইল হোসেন পাটওয়ারীসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

১৪ আগস্ট ২০২৪
এজি

এছাড়াও দেখুন

army

চাঁদপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর তৎপরতা

চাঁদপুরে বিশৃঙ্খলা এড়াতে ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী তৎপরতা চালাচ্ছে দায়িত্বরত সেনাবাহিনী। বুধবার ২৭ নভেম্বর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *