চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৫ জুলাই সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
সভায় প্রতিনিধিদের অনুপস্থিতি, প্রকল্প বাস্তবায়নে ধীরগতিতে অসন্তোষ প্রকাশসহ জেলার উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়েছে। সভায় জেলায় চলমান উন্নয়ন কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করতে সকল দফতরের আন্তঃসমন্বয় নির্ধারণে নানাবিধ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) সুদীপ্ত রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল,চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড.হুমায়ুন কবির সুমন,উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত,চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হেলাল মিয়াজী,শাহারাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান মুকবুল হোসেন,এলজিইডি চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী আহসান কবির,সড়ক ভবনে নির্বাহী প্রকৌশলী মুহা. আলিউল হোসেন,শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী মনজুরুল আলম শরীফ,চাঁদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটো,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু মুসা মোহাম্মদ ফয়সাল,চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ,চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসার মো. ইউসুফসহ জেলার বিভিন্ন দফতর প্রধান/প্রতিনিধি,সব উপজেলা নির্বাহী অফিসার,বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা। সভায় জেলায় চলমান উন্নয়ন কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করতে সব দফতরের আন্তঃসমন্বয় নির্ধারণে নানাবিধ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
২৬ জুলাই ২০২৪
এজি