চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সাথে চাঁদপুর সদর উপজেলা কর্মকর্তাগণের ও ইউনিয়ন সচিবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ সেপ্টেম্বর সদর উপজেলা সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন,‘ প্রকৃতি আমাদের শিক্ষা দেয়। চলেন আমরা পেশাদারিত্ব বজায় রাখি। আমাদের কোনো দল-মত নেই,আমরা সরকারি কর্মচারি। আমাদের যখন পেশাদারিত্বের ঘাটতি হয়ে যায়, তখনই সমস্যার সম্মুখীন হতে হয়। শতভাগ পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে হবে আমাদের। ’
তিনি বলেন,‘পৃথিবীর সকল দেশই রাজনৈতিক দলগুলো দ্বারা পরিচালিত হয়। আমরা তার ব্যাতিক্রম নই। কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ক্ষমতায় আসে, এরপর তারা দেশের হয়ে সাধারন মানুষের হয়ে সকল প্রকার দাবি দাওয়া গুলো সরকারের নিকট উপস্থাপন করে। পরবর্তীতে ঐ দেশের সরকার সেগুলো বাস্তবায়ন করার জন্য কাজ করেন। আমরা যদি সরকারের দাবিগুলোকে পেশাদারিত্ব নিয়ে কাজ করি,তাহলে আর সমস্যা নেই। ’
তিনি বলেন,‘জনগণ আমাদের মূল স্টেক হোল্ডার। নাগরিকরা চায় হয়রানিমুক্তভাবে তার কাজটি সম্পন্ন হোক। সেই সেবাটিকে তাদেরকে সুন্দরভাবে উপহার দিতে হবে। আমরা সেবা দেই,আমাদের আরো ভালো সেবা দিতে হবে। ক্যাডার, নন ক্যাডারদের মধ্যেও হতাশা থাকতে পারে। তাই আমাদের লাইফটা কে সিকিউরড করতে হবে। ইনসিকিউরড করবেন না কেউ। ইনসিকিউরড করলেই আপনি আপনার জীবনের নিরাপত্তা হীনতায় ভুগবেন। কাউকে তখন পাশে পাবেন না। ’
আমরা আমাদের যার যার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে আমাদের পেশাদারিত্ব বজায় রাখতে হবে।
এরপর তিনি আরো বলেন ,‘ আমরা বলছি যে আমরা এখন বদলে যাওয়া বাংলাদেশ চাই। আসলেই কি আমরা এখনো বদলাতে পেরেছি। যারা এখনো বদলাতে পারিনি তারা নিজে থেকে বদলে যান। আমরা অনেকেই আছি এখানে নাগরিক সেবা দেই। আমাদেরকে ভূলে গেলে চলবেনা এই বদলে যাওয়া বাংলাদেশে আরেকটু বদলাতে হবে। আমাদের আচার-আচরণ বদলাতে হবে। আমাদেরকে সৎ হতে হবে। সেবা পুরোপুরি না দিতে পারলেও ভালো ব্যবহার করতে হবে। ’
একজন গ্রাহক সব সময় চায় তার সেবার মান নিশ্চিতভাবে বুঝে নিতে।
আমরা আগে যে সেবা দিয়েছি এখন তারচেয়ে আরো বেশি সেবা দিবো। আমি অন্যায় কাজ করবো না, খারাপ আচরণ করবো না। অবশ্যই সাহস নিয়ে কাজ করতে হবে। আপনি যে অফিসে আছেন, অফিস প্রধান হিসেবে আছেন, আপনি নিজে চিন্তা করেন। আপনার নিজের জায়গা থেকে ভালোটা এবং সর্বোচ্চটা দিতে চেষ্টা করেন। সব শেষে তিনি বলেন, ‘ আমরা বদলে যেতে চাই। আপনি নিজে থেকে না বদলাতে পারলে আমি,আপনি, কেউ আপনাকে বদলাতে পারবোনা। আমি আপনাদের মাঝে পেশাদারিত্ব দেখতে চাই। প্রত্যেকে আপনারা আইনের মধ্যে থেকে সেবাটা সর্বোচ্চ দিবেন। এখন ভূল কাজ করলে কেউ ছাড় দিবে না, মনে রাখবেন। ’
উপজেলা নির্বাহী অফিসার শাখাওয়াত জামিল সৈকত এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.বাহার মিয়া,চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা-মুকবুল হোসেন প্রমুখ।
চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার-আল ইমরান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চাঁদপুর সদর উপজেলার নৌ থানার ওসি-মো.হানিফ,চাঁদপুর সদর উপজেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন,চাঁদপুর সদর উপজেলা আনসার প্রতিরক্ষা অফিসার মো.নূরুল ইসলাম পাঠান,সদর উপজেলার প্রত্যেক ইউনিয়ন পরিষদের সচিবগণ, উপজেলা পরিষদের সকল কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীরাসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এর আগে জেলা প্রশাসক সদর উপজেলা পরিষদে পৌঁছালে ফুল দিয়ে বরণ করে নেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত ও সহকারী কমিশনার আল ইমরান খান।
নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর ২০২৪
এজি