চাঁদপুর জেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচণি আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১ মে দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিক এঁর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম,জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেনসহ চাঁদপুর জেলার আসন্ন উপজেলা নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সভায় নির্বাচন কমিশন কর্তৃক নির্দেশিত নির্বাচনি আচরণ বিধিমালা প্রতিপালনের মাধ্যমে আসন্ন উপজেলা নির্বাচন উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সবাইকে উদাত্ত আহ্বান জানানো হয়।
২ মে ২০২৪
এজি