দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব খোরশেদা ইয়াসমীন বলেছেন, দুদক যে গণশুনানি করছে, এটির ইতিবাচক প্রভাব পড়ছে এবং এটির সুফলও পাওয়া যাচ্ছে। ফলে গণশুনানির কারণে ধীরে ধীরে দুর্নীতির অভিযোগের সংখ্যা কমে আসছে।
১২ জুন বুধবার দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে দুদকের গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দুদক সচিব খোরশেদা ইয়াসমীন বলেন, দুর্নীতির ব্যাখ্যায় কোন বিষয়গুলো আসছে। ক্ষমতার অপব্যবহারকেও এখন দুর্নীতি বলা হচ্ছে। আবার যারা সরকারি চাকরি করছেন এবং সাধারণ মানুষকে সেবা দিচ্ছেন। এ সেবা নিতে গিয়ে অনেক সময় তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সেসব ক্ষোভের কথা সরাসরি নির্ভয়ে বলার জন্য এই গণশুনানি।
তিনি আরো বলেন, দুর্নীতিবাজকে কেউ ভালোবাসে না। দুর্নীতিবাজদের সবাই অবজ্ঞা করছে। এই ধরনের কার্যক্রম আরও সাফল্যমণ্ডিত হবে।
গণশুনানিতে মডারেটরের দায়িত্ব পালন করেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান। এ সময় দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক এস এম এম আখতার হামিদ ভূঞা, দুদকের প্রতিরোধ বিভাগের মহাপরিচালক মো. আক্তার হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, দুদক সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
১২ জুন ২০২৪
এজি