Tuesday , 11 March 2025
kawes -------------

দানশীল হাজী কাউছ মিয়ার পুরান ঢাকায় জানাজা ও দাফন সম্পন্ন

বাংলাদেশের শীর্ষ করদাতা, প্রবীণ ব্যবসায়ী ও দানশীল হাকিমপুরী জর্দার মালিক,চাঁদপুরের কৃর্তী সন্তান হাজী কাউছ মিয়া আর নেই (ইন্না লিল্লাহি —– রাজিউন)।

সোমবার ২৪ জুন দিনগত রাত ১২টা ৪০ মিনিটে রাজধানীর আজগর আলী হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে হাজী মো.কাউছ মিয়ার বয়স হয়েছিল ৯৪ বছর।মৃত্যুকালে স্ত্রী, ৮ ছেলে ও ৮ মেয়ে রেখে গেছেন কাউছ মিয়া। তিনি বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন।

মঙ্গলবার ২৫ জুন বাদ যোহর আরমানীটোলা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।

জানাজার নামাজে ও দাফনে নির্বাচন কমিশনার ও সিনিয়র সচিব আনিছুর রহমান, লালবাগের সাবেক এমপি হাজী মোহাম্মদ সেলিম,তাঁর ছেলে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ সোলায়মান সেলিম,মৌলভীবাজারসহ পুরান ঢাকার ব্যবসায়ি নেতৃবৃন্দ, পরিবারের সদস্য,শুভাকাঙ্ক্ষী, ব্যাংক কর্মকর্তাগণসহ চাঁদপুর শরিয়তপুর ও সর্বস্তরের মানুষ এসময় উপস্থিত ছিলেন। কাউছ মিয়ার জানাজার নামাজে ইমামতি করেন মৌলভীবাজার জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওঃ মাইজউদ্দিন সাহেব।

কাউছ মিয়ার সন্তানরা জানান,তাদের আব্বা বার্ধক্যের কারণে অসুস্থ হয়ে পড়েন। সম্প্রতি সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসার পর দেশে আনা হয়।পুরান ঢাকার বাসভবনে শয্যাশায়ী ছিলেন। শনিবার ২২ জুন হাজী কাউছ মিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে নেয়া হয়। দু’দিন চিকিৎসাধীন থাকার পর আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চির বিদায় নেন।

হাজী মোহাম্মদ কাউছ মিয়া চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্ম নেন। তিনি দীর্ঘদিন চাঁদপুর জেলা শহরের পুরান বাজারে ব্যবসা করেন। পরে হাজীগঞ্জে,সেখান থেকে নারায়ণগঞ্জ এবং পুরান ঢাকার আরমানি টোলায় ব্যবসা করেন।

হাকিমপুরীর জর্দার ব্যবসার পাশাপাশি তার বিভিন্ন ধরনের ব্যবসা ছিল। ২২ বছর বয়স থেকে ব্যবসা শুরু করেন এবং টানা ৭১ বছর এককভাবে ব্যবসা পরিচালনা করার পর ২০২৪ সালের ২৪ জুন রাতে তিনি মৃত্যু বরণ করেন।

হাকিমপুরী জর্দার মালিক, দেশসেরা শীর্ষ করদাতা ও একজন দানশীল মানুষ হিসাবে হাজী মোহাম্মদ কাউছ মিয়ার সুনাম ছিলো দেশ জুড়ে। তাঁর মৃত্যুতে দেশের মানুষ একজন প্রবীণ ব্যবসায়ী ও সমাজ সেবক কে হারালো।

উল্লেখ্য, চাঁদপুরের কাউছ মিয়া স্বাধীনতার একবার এবং পরে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর যতবার সেরা করদাতার সম্মাননা দিয়েছে প্রতিবারই অর্থাৎ টানা ২০বার তিনি শীর্ষ করদাতার সম্মাননা পেয়ে আসছেন।মুজিব বর্ষেও কাউছ মিয়া সেরা করদাতার সম্মাননা পেয়েছেন।

নিজস্ব প্রতিবেদক
২৬ জুন ২০২৪
এজি

এছাড়াও দেখুন

RICE-

চাঁদপুরে আমন সংগ্রহ ১ হাজার ৪শ ৭৪ মে.টন

২০২৪-’২৫ অর্থবছরের আমন মৌসুমের ধান, সিদ্ধ চাল ও আতবের চালের সংগ্রহ লক্ষ্যমাত্রা ছিল মোট-৩ হাজার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *