Sunday , 5 January 2025
Abdul-Ghoni-===

সাপ্তাহিক হাজীগঞ্জ’র ভার-প্রাপ্ত সম্পাদক আবদুল গনি

সাহিত্যপ্রেমী ও সংবাদপত্রসেবী আবদুল গনি সাপ্তাহিক হাজীগঞ্জ এর ভার-প্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন। ২৫ ডিসেম্বর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্স এর অফিসে সাপ্তাহিক হাজীগঞ্জের সম্পাদক মন্ডলীর সভাপতি,মোতওয়াল্লী ও সমাজবিজ্ঞানী প্রিন্স শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক তাঁকে নিয়মিত প্রকাশনার প্রিন্টভার্সন ও অনলাইন ইন্টারনেট ভিক্তিক সাপ্তহিক হাজীগঞ্জ সম্পাদনার জন্যে ভার-প্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। ১ জানুয়ারি ২০২৫ থেকে তিনি এ দায়িত্ব পালন করবেন ।

model=====

জনাব আবদুল গনি ১৯৬০ সালের ১২ মার্চ চাঁদপুর জেলার হাইমচরের নীলকমল ইউনিয়নে মেঘনার পশ্চিম তীর ঈশাবালায় জন্মগ্রহণ করেন। মাতা-নুরজাহান বেগম একজন গৃহিণী ও পিতা-মুহাম্মদ আলী হাওলাদার ছিলেন মনিপুর মুলামবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত অসাম্প্রদায়িক মনের একজন সাদা মনের মানুষ, সংবাদপত্রসেবী ও নজরুল প্রেমিক।

হাইমচর সরকারি স্কুলে প্রাথমিক ও মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে, চাঁদপুর সদরের জিলানী চিশতী কলেজ ও চাঁদপুর সরকারি কলেজে পড়াশুনা শেষে ১৯৮৬ সালে চাঁদপুর সদরের জোহরা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রথম শিক্ষকতা শুরু করেন। ১৯৮৮ সালে সফরমালী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং ২০২০ সালের ১১ মার্চ অবসর নেন।

মাধ্যমিক স্তরের বাংলা ও ইংরেজি সাহিত্যে পাঠদানে একজন দক্ষ, আদর্শ ও শিক্ষার্থীদের প্রিয় শিক্ষক হিসেবে তাঁর পরিচিতি রয়েছে। বৃক্ষরোপণে পুরস্কার প্রাপ্ত ও ইলিশ সম্পদ রক্ষায় ও চাঁদপুর লেখক পরিষদ কর্তৃক ‘ সংবর্ধনালদ্ধ ’ তিনি একজন প্রাবন্ধিক ও লেখক। দীর্ঘ ৩৫ বছরের শিক্ষকতার পাশাপাশি ১৯৮৭ সাল থেকেই পত্র-পত্রিকায় লেখালেখি করেন। ১৯৮৩-’৯২ পর্যন্ত চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের সদস্য হিসেবে চাঁদপুরের নানা সামাজিক সেবামূলক কাজে সম্পৃক্ত ছিলেন। তৎকালীন সময়ে নানা পত্রিকা পাঠেই লেখালেখির যাত্রা।

লেখালেখিতে চাঁদপুরের এক সময়ের নদীভাঙ্গন পরিস্থিতি, ইলিশ সম্পদ রক্ষা, চরাঞ্চল মানুষের জীবন-জীবিকা, বন্যা ও শিক্ষা, জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ, পলিথিন, মাদক ও ধূমপান বিরোধী, ফরমালিনের অপব্যবহার,কলেজ শিক্ষক সংগঠন ও শিক্ষক আন্দোলন, শিক্ষক জীবনালেখ্য, মাধ্যমিক শিক্ষক সংগঠন, উপবৃত্তি, জীব-বৈচিত্র্য, টিপাই মুখবাঁধ, স্যানিটেশন, মৎস্য, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, রেমিট্যান্স, জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহের তাৎপর্য প্রভৃতি বিষয়ে অসংখ্য প্রবন্ধ রচনা করি।

এ সব লেখা চাঁদপুরের দৈনিক পত্রিকাগুলোতে প্রবন্ধ আকারে প্রকাশিত হয়েছে। শিক্ষকতা থাকাকালীন কর্মময় স্কুলে ও প্রশিক্ষণে বিশটির মত সুভ্যিনর নিজ দায়িত্বে প্রকাশ ও দু’টি ইংরেজি সুভ্যিনর সম্পাদনা করেন। ২০২০ সালের ডিসেম্বর থেকে চাঁদপুুরে ২০০১ সালে এ্যাড.লুৎফুর রহমানের প্রতিষ্ঠিত ‘নজরুল গবেষণা পরিষদ’ এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০১৯-’২০ সালে করোনাকালীন মহামারির দূর্যোগকালে সময় অপচয় না করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামের ঐ সংগঠনটি দায়িত্ব নেন এবং তাঁকে নিয়ে ধারাবাহিকভাবে কবি’র জীবনালখ্যে ‘ নজরুলের বৈচিত্র্যময় জীবন ’ প্রবন্ধ লেখা শুরু করেন।

যা ‘ প্রবন্ধ ’ হিসেবে জুলাই ২০২২ প্রকাশিত হয়। সে সুবাদে সম্প্রতি চাঁদপুর সাহিত্য একাডেমির সাধারণ সদস্য হন। সাংগঠনিকভাবে চাঁদপুরের ‘ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি ’র রূপকার ও প্রতিষ্ঠাতা সদস্য। এটি শিক্ষকদের একটি জাতীয় সংগঠন।

বর্তমানে ‘ বাংলাদেশ পোস্ট ’ নামে জাতীয় ইংরেজি, সাপ্তাহিক হাজীগঞ্জের নিয়মিত সম্পাদনায় প্রিন্টভার্সন ও অনলাইন ইন্টারনেট ভিক্তিক সাপ্তহিক হাজীগঞ্জ সম্পাদনা দায়িত্বে নিয়োজিত। বর্তমানে তিনি তাঁর কর্মস্থল চাঁদপুর সদরের সফরমালীতে সপরিবারে স্থায়ীভাবে বসবাস করছেন।

নিজস্ব প্রতিবেদক
২৯ ডিসেম্বর ২০২৪
এজি

model (1)

এছাড়াও দেখুন

মামাল (1)

হাজীগঞ্জ পুলিশের অভিযানে চোরাই মালামাল উদ্ধার

রোববার ২৯ ডিসেম্বর হাজীগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে তদন্তে প্রাপ্ত ঘটনার সহিত জড়িত ১ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *