Friday , 3 January 2025
dc (1)

বাজারদর নিয়ন্ত্রণে রাখতে শাহরাস্তিতে মতবিনিময়

নিত্যপণ্যের বাজারদর নিয়ন্ত্রণে রাখতে শাহরাস্তিতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

২৪ অক্টোবর সকালে শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ` বাজার চলবে নীতি ও সততার উপর,আপনার ইচ্ছায় নয়। আপনারা পাইকারি বিক্রেতার কাছ থেকে মাল ক্রয় করবেন। ‘

ডিমে ২০/২৫ পয়সার বেশি মুনাফা করতে দিবো না। কাঁচা বিক্রেতা যার জায়গায় বসবে, যেখানে বসবে অতিরিক্ত দাম আদায় করতে পারবে না। কালোবাজারি মওজুদদারি রয়েছে। একজন ক্রেতার অধিকার আছে রসিদ দেখার, ব্যবসায়ীরা সেটা দেখাতে বাধ্য। আমাদের অতি লোভ বন্ধ করতে হবে। আপনি পণ্যের দাম বাড়াতে পারবেন না।

প্রতিদিনের মূল্য তালিকা দৃশ্যমান করতে হবে। আমি চাই আপনারা বাজার স্থিতিশীল রাখবেন। আমি চাই না আপনাদের কাছে মোবাইল কোর্ট যাক। চাহিবামাত্র রসিদ দেখাতে হবে,ন্যাযমূল্যে পণ্য বিক্রয় করতে হবে। দেশ আগের মতো চলতে পারে না। আমরা বদলে যাওয়ার বাংলাদেশ দেখতে চাই,চলেন আমরা শপথ নেই। বদলে যাওয়া বাংলাদেশ গড়তে হলে আপনাকে আমাকে বদলে যেতে হবে। আমি আপনি বদলে গেলে বদলে যাওয়া বাংলাদেশ হবে।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাতের সভাপতিত্বে এ মতবিনিময়ে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল বাশার, উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তার,মৎস্য কর্মকর্তা তৌসিফ উদ্দিন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাকসুদ আলম,ব্যবসায়ী নেতা আক্তার হোসেন পাটোয়ারী ও শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো.মঈনুল ইসলাম কাজল।

সভায় শাহরাস্তি উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক
২৪ অক্টোবর ২০২৪
এজি

এছাড়াও দেখুন

শ্রেষ্ঠ কলেজ শিক্ষক ---শাহরাস্তি

শাহরাস্তিতে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক ওয়ালিউর রহমান

চাঁদপুরের শাহরাস্তিতে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মো.ওয়ালিউর রহমান মোল্লা নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *