Sunday , 5 January 2025
আহমেদিয়া
প্রতীকী হিসেবে মাদ্রাসার ছবিটি দেয়া হলো

হাজীগঞ্জে আলিমে শতভাগ পাশ করেছে ৫টি মাদরাসা ; পাশের হার ৯৪ %

হাজীগঞ্জে আলিমে ৫ টি মাদরাসা শতভাগ পাশ করেছে। পরীক্ষার্থী ৩৩৭ জন। জিপিএ ৫ পেয়েছে ২৫ জন, এ পেয়েছে ১৪৯জন,এ মাইনাস পেয়েছে ৮৮ জন,বি পেয়েছে ৪৪ জন,সি পেয়েছে ১১ জন। পাশের ভাগ ৯৪ %।

হাজীগঞ্জ আহমেদিয়া কামিল মাদ্রাসায় পরীক্ষার্থী সংখ্যা -৮৫ জন ও পাশের হার শতভাগ। এ প্লাশ ১১ জন, এ -৪৯ জন , এ মাইনাস- ১৭ জন , বি ৬জন এবং সি গ্রেড ২ জন। বাকিলা কামিল মাদ্রাসায় পরীক্ষার্থী সংখ্যা -২১ জন ও পাশের হার ৯৫ % । এ ৮ জন ,এ মাইনাস- ৪ জন , বি ৩জন এবং সি গ্রেড ২ জন। নাওহাটা কামিল মাদ্রাসায় পরীক্ষার্থী সংখ্যা -২১ জন ও পাশের হার ৯৫ % । এ প্লাশ ২ জন, এ -১৩ জন,এ মাইনাস-২ জন , বি ৩ জন। বেলচোঁ ফাযিল মাদ্রাসায় পরীক্ষার্থী সংখ্যা -৩২ জন ও পাশের হার ৯৭ % । এ প্লাশ ৩ জন, এ -১৩ জন, এ মাইনাস- ১০ জন , বি ৪ জন এবং সি গ্রেড ১ জন।

রামচন্দ্রপুর ফাযিল মাদ্রাসায় পরীক্ষার্থী সংখ্যা -১৪ জন ও পাশের হার শতভাগ । এ প্লাশ ১ জন, এ ৭ জন , এ মাইনাস- ৪ জন, বি ২ জন। রাজারগাঁও ফাযিল মাদ্রাসায় পরীক্ষার্থী সংখ্যা -৩৪ জন ও পাশের হার ৯১ % । । এ প্লাশ ২ জন,এ ১৪ জন,এ মাইনাস- ১৩ জন , বি ২ জন। সুহিলপুর ফাযিল মাদ্রাসায় পরীক্ষার্থী সংখ্যা -১৯ জন ও পাশের হার শতভাগ । এ প্লাশ ২ জন, এ ৭ জন , এ মাইনাস- ৫ জন , বি ২ জন এবং সি ৩ জন। নেছারাবাদ ফাযিল মাদ্রাসায় পরীক্ষার্থী সংখ্যা-১৯ জন ও পাশের হার ৯৫%। এ প্লাশ ২ জন, এ ১১ জন, এ মাইনাস- ৩ জন , বি ২ জন। সাদ্রা ফাযিল মাদ্রাসায় পরীক্ষার্থী সংখ্যা-১৪ জন ও পাশের হার শতভাগ । এ প্লাশ ১ জন, এ ৫ জন , এ মাইনাস- ৭ জন , বি ১ জন ।

সালেহ আবাদ ফাযিল মাদ্রাসায় পরীক্ষার্থী সংখ্যা -১৭ জন ও পাশের হার শতভাগ । এ প্লাশ ১ জন, এ ৬ জন , এ মাইনাস- ৩ জন ,বি ৭ জন। বলাখাল আলিম মাদ্রাসায় পরীক্ষার্থী সংখ্যা ২০ জন ও পাশের হার ৭৫ %। । এ ৩ জন , এ মাইনাস- ৭ জন , বি ৪ জন এবং সি ১ জন। কাপাইকাপ আলিম মাদ্রাসায় পরীক্ষার্থী সংখ্যা -২৫ জন ও পাশের হার ৯৪ %। । এ ৯ জন , এ মাইনাস- ৮ জন , বি ৩ জন এবং সি ১ জন।

কাকৈরতলা আলিম মাদ্রাসায় পরীক্ষার্থী সংখ্যা- ১৬ জন ও পাশের হার ৯৪ %। এ ৪ জন, এ মাইনাস- ৫ জন , বি ৫ জন এবং সি ১ জন।

আবদুল গনি
১৫ অক্টোবর ২০২৪
এজি

এছাড়াও দেখুন

মামাল (1)

হাজীগঞ্জ পুলিশের অভিযানে চোরাই মালামাল উদ্ধার

রোববার ২৯ ডিসেম্বর হাজীগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে তদন্তে প্রাপ্ত ঘটনার সহিত জড়িত ১ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *